S. D. Burman - Ore Sujan Naiya lyrics
Artist:
S. D. Burman
album: Folk Songs Of S D Burman
ওরে সুজন নাইয়া
ওরে সুজন নাইয়া
কোন্ বা কন্যার দেশে যাও রে চাঁদের ডিঙি বাইয়া?
ওরে সুজন নাইয়া
গ্রহ-তারার নয়ন-কোলে
কার চাহনির, কার চাহনির মানিক জ্বলে?
গ্রহ-তারার নয়ন-কোলে
কার চাহনির মানিক জ্বলে?
আবছা মেঘের পত্রখানি-
আবছা মেঘের পত্রখানি কে দিল পাঠাইয়া?
ওরে সুজন নাইয়া
কোন্ সে কন্যার দীর্ঘ-নিশ্বাস আইল বাউরী বায়ে
চোখের জলে তোমার নাম কে লেখে আপন গায়ে?
নদীর জলে আরশিতে হায়
কোন্ সে প্রিয়া, কোন্ সে প্রিয়া দেখে তোমায়?
নদীর জলে আরশিতে হায়
কোন্ সে প্রিয়া দেখে তোমায়?
সাঁঝের পিদিম ভাসায় জলে-
সাঁঝের পিদিম ভাসায় জলে কে তোমারে চাইয়া?
ওরে সুজন নাইয়া
কোন্ বা কন্যার দেশে যাও রে চাঁদের ডিঙি বাইয়া?
ওরে সুজন নাইয়া
Поcмотреть все песни артиста
Other albums by the artist