Kishore Kumar Hits

S. D. Burman - Roibo Na Aar Ujan lyrics

Artist: S. D. Burman

album: S D Burman Rare Bangla Songs Vol 1 To 4


রইবো না আর উজান ঘরে রে
আমি রইবো ভাটিতে
রইবো না আর উজান ঘরে রে
আমি রইবো ভাটিতে
বন্ধুর আমার আগিল ঘাটের
বন্ধুর আমার আগিল ঘাটের
পাছিল ঘাটিতে, ওরে পাছিল ঘাটিতে
আমি রইবো ভাটিতে
রইবো না আর উজান ঘরে রে
আমি রইবো ভাটিতে
কেশের চম্পা আসবে ভাইসা
বক্ষে রাখবো ধইরা
ওরে, কেশের চম্পা আসবে ভাইসা
বক্ষে রাখবো ধইরা
ভুলবো কতক বন্ধুর বিচ্ছেদ
ভুলবো কতক বন্ধুর বিচ্ছেদ
ফুলে আদর কইরা
ওরে ফুলে আদর কইরা
যে বিচ্ছেদে, যে বিচ্ছেদে
পরানডা মোর চায় রে ফাটিতে
ওরে চায় রে ফাটিতে
আমি রইবো ভাটিতে
রইবো না আর উজান ঘরে রে
আমি রইবো ভাটিতে
আগিল ঘাটে কাচবে বস্তর
ধুইবে অঙ্গখানি, ওরে ধুইবে অঙ্গখানি
আগিল ঘাটে কাচবে বস্তর
ধুইবে অঙ্গখানি
ভাটির স্রোতে
ভাটির স্রোতে তাই হবে মোর
তিষ্টি ঘাটের পানি
ওরে তিষ্টি ঘাটের পানি
ভাটির স্রোতে তাই হবে মোর
তিষ্টি ঘাটের পানি
সেইখানে মোর
সেইখানে মোর পরান দিবো
সেইখানে মোর পরান দিবো
ঘাটের মাটিতে
ওরে ঘাটের মাটিতে
আমি রইবো ভাটিতে
রইবো না আর উজান ঘরে রে
আমি রইবো ভাটিতে
রইবো না আর উজান ঘরে রে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists