S. D. Burman - Swapan Dekhechhe Girirani lyrics
Artist:
S. D. Burman
album: S D Burman Rare Bangla Songs Vol 1 To 4
গিরিরানী
স্বপন দেখেছে গিরিরানী
স্বপন দেখেছে গিরিরানী
আকাশের চাঁদ ডেকে বলে
আকাশের চাঁদ ডেকে বলে
মাগো, আজ খোলো দ্বার
আমারে তুলিয়া লও কোলে
মাগো, আমারে তুলিয়া লও কোলে
স্বপন দেখেছে গিরিরানী
স্বপন দেখেছে গিরিরানী
প্রভাতে বাহিরে আসি
হেরিল কাহার হাসি
প্রভাতে বাহিরে আসি
হেরিল কাহার হাসি
উমা শশী হাসে মৃদু মৃদু
উমা শশী হাসে মৃদু মৃদু
চরণ রাখিয়া ফুলদলে
আমারে তুলিয়া লও কোলে
মাগো, আমারে তুলিয়া লও কোলে
স্বপন দেখেছে গিরিরানী
স্বপন দেখেছে গিরিরানী
নভোহারা দু'টি তারা
উমার নয়ন কোলে
নভোহারা দু'টি তারা
উমার নয়ন কোলে
ললাটে সিঁদুর বিন্দু
যেন রাঙা রবি জ্বলে
ললাটে সিঁদুর বিন্দু
যেন রাঙা রবি জ্বলে
♪
ললাটে সিঁদুর বিন্দু
যেন রাঙা রবি জ্বলে
ললাটে সিঁদুর বিন্দু
যেন রাঙা রবি জ্বলে
বিমোহিত গিরিরানী
মুখে নাহি সরে বাণী
বিমোহিত গিরিরানী
মুখে নাহি সরে বাণী
মা হইয়া মা ডাকিতে
মা হইয়া মা ডাকিতে
সাধ জাগে যেন পলে পলে
আমারে তুলিয়া লও কোলে
স্বপন দেখেছে গিরিরানী
স্বপন দেখেছে গিরিরানী
Поcмотреть все песни артиста
Other albums by the artist