Kishore Kumar Hits

S. D. Burman - Shyam Roop Dhariya lyrics

Artist: S. D. Burman

album: Ore Sujan Naiya


শ্যামরূপ ধরিয়া এসেছে মরণ
প্রাণপাখি আর মানে না
ওরে, প্রাণপাখি আর মানে না
চল রাহি চল মরণ-যমুনায়
সে যে পাড়ের মাঝি বাজায় বাঁশি
শুনলে কানে ভোলা যে দায়

সে যে পাড়ের মাঝি বাজায় বাঁশি
শুনলে কানে ভোলা যে দায়
তোর মাটির দেহ, মাটির গরব
থাক না পড়ে এই দুনিয়ায়
চল রাহি, চল রাহি
চল রাহি গো মরণ-যমুনায়
মরমী সে মরণ যে তোর
জীবন সেতো শিকল পায়
কাঁচ পেয়ে যে ভুললি মানিক
আমার আমি গোল বাঁধায়
চল রাহি, চল রাহি
চল রাহি, চল রাহি
চল রাহি গো মরণ-যমুনায়
রূপ ধরিয়া এসেছে মরণ
প্রাণপাখি আর মানে না
চল রাহি গো মরণ-যমুনায়
নির্বিবাদী পরানপাখি দেহের বাসা ভুলিতে চায়
বুঝি চায়, চায় গো
নির্বিবাদী পরানপাখি দেহের বাসা ভুলিতে চায়
সে যে সুযোগ পেলেই নীল মরণের
নীল গগনে উড়িয়া যায়
ও ভাই, মাটির এ ঘর ভাঙা বাসা
ও ভাই, মাটির এ ঘর ভাঙা বাসা
না গড়িতে ভাঙি যে তায়
চল রাহি গো মরণ-যমুনায়
চল রাহি, চল রাহি
চল রাহি, চল রাহি
চল রাহি গো মরণ-যমুনায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists