বঁধু গো এই মধুমাস বুঝিবা বিফল হল ভুলে গেছ ভুলে গেছ তুমি সেই মধুনামে ডাকা মিলন-শয়ন মিলন-শয়ন মধুমাধবীতে ঢাকা ভুলে গেছ তুমি সেই মধুনামে ডাকা বঁধু গো, বঁধু গো ♪ বনছায়া তলে সুরভী যেন জাগে দিয়ো না বিদায়, দিয়ো না বিদায় আমার শপথ লাগে দুটি পাখি ওই জেগে আছে নীড়ে পাখায় জড়ায়ে পাখা ভুলে গেছ তুমি সেই মধুনামে ডাকা বঁধু গো, বঁধু গো ♪ আমার এ প্রেমধূপের সুরভী যেন জ্বলিতে জানে জ্বলিতে জানে, জ্বালাতে জানে না কেন? আমার এ প্রেমধূপের সুরভী যেন জ্বলিতে জানে, জ্বালাতে জানে না কেন? ভুল করে তবু দিলে যদি মালা গলে শুধু বলে যেয়ো- 'ভালোবাসা কারে বলে' কেন মিছে আর মনের দহনে মনে দীপ জ্বেলে রাখা ভুলে গেছ তুমি সেই মধুনামে ডাকা বঁধু গো, বঁধু গো