তোমাকে সবাই ডাকে পরী বলে,
পরীরা জানেনা দুঃখ কাকে বলে।।
কিভাবে হয় নদী, চোখের জলে
বুঝতে ঠিক তখনি, মানুষ হলে
তোমাকে সবাই ডাকে পরী বলে,
পরীরা জানেনা দুঃখ কাকে বলে
অন্যের মুখে পরী ডাক শুনে,
নিজেকে তুমি পরী ভেবেছো
পরীদের নেই তো মানুষের মন,
আমারি কান্নায় তাই হেসেছো
কিভাবে ঢেউ ভাঙে, চোখের জলে
বুঝতে ঠিক তখনি, মানুষ হলে
তোমাকে সবাই ডাকে পরী বলে,
পরীরা জানেনা দুঃখ কাকে বলে
মানুষের হৃদয়ে থাকে যে প্রাণ,
সেখানেই হয় প্রেমেরি বাস
পরী তুমি'র নেই অনুভূতি, হৃদয়ে নেই প্রেমের আভাস
কিভাবে ঢেউ ভাঙে, চোখের জলে
বুঝতে ঠিক তখনি, মানুষ হলে
তোমাকে সবাই ডাকে পরী বলে,
পরীরা জানেনা দুঃখ কাকে বলে
কিভাবে হয় নদী, চোখের জলে
বুঝতে ঠিক তখনি, মানুষ হলে
তোমাকে সবাই ডাকে পরী বলে,
পরীরা জানেনা দুঃখ কাকে বলে...
Поcмотреть все песни артиста
Other albums by the artist