Kishore Kumar Hits

Tutul - Ratri lyrics

Artist: Tutul

album: Tomake Dekhina Kotodin


আজও রাত্রি আসে আগেরই নিয়মে
কাল আসবে জানি আবার সেই ভোর
আমি কষ্টে ছিলাম, কালও কষ্টে রবো
জানি কেউ তো নেবে না খবর
আমি কষ্টে ছিলাম, কালও কষ্টে রবো
জানি কেউ তো নেবে না খবর
আজও রাত্রি আসে আগেরই নিয়মে

বিশাল এই পৃথিবী
দিকে দিকে মানুষেরই বাস
কেউ খুব সুখী কারো বুকে মাথা রেখে
আর কেউ কাঁদে ১২ মাস
বিশাল এই পৃথিবী
দিকে দিকে মানুষেরই বাস
কেউ খুব সুখী কারো বুকে মাথা রেখে
আর কেউ কাঁদে ১২ মাস
তুমি সুখে ছিলে, তুমি সুখে থেকো
আমি এভাবে থাকবো আজীবন
শুধু কষ্টকে করে আপন
আজও রাত্রি আসে আগেরই নিয়মে

জীবনেরই সীমানায়
জানি দাঁড়িয়ে আছে মরণ
আমি তো চলে যাবো একদিন
শুধু থাকবে আমার এই গান
জীবনেরই সীমানায়
জানি দাঁড়িয়ে আছে মরণ
আমি তো চলে যাবো একদিন
শুধু থাকবে আমার এই গান
সব তেমনই রবে সব যেমন ছিল
শুধু থাকবো না আমি তখন
কেউ থাকবে না আমার মতন
আজও রাত্রি আসে আগেরই নিয়মে
কাল আসবে জানি আবার সেই ভোর
আমি কষ্টে ছিলাম, কালও কষ্টে রবো
জানি কেউ তো নেবে না খবর
আমি কষ্টে ছিলাম, কালও কষ্টে রবো
জানি কেউ তো নেবে না খবর
আজও রাত্রি আসে আগেরই নিয়মে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists