Bappa - Rongila lyrics
Artist:
Bappa
album: Aah
সাদা-ময়লা-রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে
সাদা-ময়লা-রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে
আর কাদায় ভরা মনের মধ্যে জলের সন্তরণ
শুধুই জলের সন্তরণ
সদ্যফোঁটা কুঁড়ির মধ্যে ভ্রমরে গান তোলে
সদ্যফোঁটা কুঁড়ির মধ্যে ভ্রমরে গান তোলে
আর কামে ভরা দেহের মধ্যে জলের সন্তরণ
শুধুই জলের সন্তরণ
সাদা-ময়লা-রঙ্গিলা পালে...
♪
হাজামজা এক পুকুর তার, ভিতরে শিং মাছ
জংলা ভরা ক্ষেতের ভিতর গরম দেহের আঁচ
নির্বিবাদে নারীর সঙ্গে মিলল যখন নর
পাল উড়াইয়া নৌকা গেল বাতাসে সরসর
কালো জলের নোংরা সবই মিলায় যে নির্ভুল
শাস্ত্রে তবু সব কলমই ঝরায় কালো ফুল
জীবনশাস্ত্রে মন্ত তোলে ভ্রমর গুঞ্জন
জীবনফুলে থাকে যদি সাদায় ভরে মন
গায়ের ময়লা-রঙ্গিলা জামায় পূতিগন্ধ গোলাপ
গায়ের ময়লা-রঙ্গিলা জামায় পূতিগন্ধ গোলাপ
আর আর্বেলিয়ার ময়লা মনে হাতির সন্তরণ
শুধুই হাতির সন্তরণ
ধনীর আহার কারো পেটে গন্ধভরা জোলাপ
ধনীর আহার কারো পেটে গন্ধভরা জোলাপ
আর বাসিভাতে পান্তা দিলে মনের সন্তরণ
শুধুই মনের সন্তরণ
সাদা-ময়লা-রঙ্গিলা পালে...
♪
মাটি সাবান খাঁটি যে তার ভিতরে সোডিয়াম
Packet ভরা সাবান জুড়ে গন্ধভরা দাম
Tap-এর জলে যায় না কোন দেহের সন্তাপ
নদীর জলই ধুয়ে দিল দেহের যত পাপ
শাস্ত্রে লেখা সব নদী যে চলে সরল বায়ে
জীবন-নদী আঁকাবাঁকা তার ভিতরে নায়ে
নর-নারীর হাঁড়ি-পাতিলে ধোঁয়ারই সংসার
মিলন কি হয় সাগরে শেষে আরেকবার
সাদা-ময়লা-রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে
আরে, সাদা-ময়লা-রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে
আর কাদায় ভরা মনের মধ্যে জলের সন্তরণ
শুধুই জলের সন্তরণ
সাদা-ময়লা-রঙ্গিলা পালে...
Поcмотреть все песни артиста
Other albums by the artist