Mahadi - Klanti lyrics
Artist:
Mahadi
album: Ontohin
ক্লান্তি মাখা ঘুম দু'চোখে
দেখছি শ্রাবণ এই পাহাড়ে
ক্লান্তি, ক্লান্তি
ক্লান্তি মাখা ঘুম দু'চোখে
ক্লান্তি মাখা ঘুম দু'চোখে
দেখছি শ্রাবণ এই পাহাড়ে
দেখছি শ্রাবণ এই পাহাড়ে
দেখছি শ্রাবণ এই পাহাড়ে
ক্লান
♪
আলসেমিতে সময় কাটে
দিনটা লাগে ক্লান্তিহীন
আলসেমিতে সময় কাটে
দিনটা লাগে ক্লান্তিহীন
আলসেমিতে সময় কাটে
দিনটা লাগে ক্লান্তিহীন
ক্লান্তি মাখা ঘুম দু'চোখে
দেখছি শ্রাবণ এই পাহাড়ে
ক্লান্তি মাখা ঘুম দু'চোখে
দেখছি শ্রাবণ এই পাহাড়ে
ক্লান্তি, ক্লান্তি
♪
(এটার testing হয়ে গেছে)
(আচ্ছা তোরা এভাবে আর কতদিন)
(অদিত album কবে?)
(আশ্চর্য এখনও album শেষ হয় নাই)
(ভাইয়া, আমি মাহাদি, এলিদাকে)
(কোথাও খুঁজে পাচ্ছি না)
(মাহাদি ভাই নাই)
(আর এলিটা আপু খালি Daily Star-এ সারাদিন)
(আমি পাগল হয়ে গেলাম ভাই এদের যন্ত্রণায়)
(আরে ভাই আর টাকা কত্থেকে দেবো)
(যদি ভাইয়ার থেকে information না পাই)
(ভাইয়ার থেকে information পাইলে)
(বাগানের কাজে লেগে যাবা)
(অদিত, মামা, সব গান গুলা তো দিয়া দিলা তুমি এলিটারে)
(আমার লাইগা তো একটা গানও রাখলা না)
(সবই খালি duet, duet, duet, duet)
(একটা তোলা গানও পাইলাম না)
(যা ও একটা পাইছি কী করলো আল্লায় জানে)
(On beat কইরা ছাইড়া দিলা)
(পুরা টাকাডাও বানাইতে দিলা না)
(অদিত, মাহাদি কিন্তু এখনও আসলো না)
(আজকে দেরি কইরে আইলে)
(কিন্তু ওরে ফাটায় ফালামু)
(আসিফ ইকবাল তুই প্রতিদিন কি পাইছ হ্যাঁ)
Поcмотреть все песни артиста
Other albums by the artist