Mahadi - Onnorokom lyrics
Artist:
Mahadi
album: Onnorokom
আমি লালন ভালোবাসি
তুমি জিবরানের কবিতা
আমার ভালো লাগে দিনের আলো
তোমার রাতের মৌনতা
আমি লালন ভালোবাসি
তুমি জিবরানের কবিতা
আমার ভালো লাগে দিনের আলো
তোমার রাতের মৌনতা
আমি ডুবি বন্ধুদের সাথে আড্ডায়
তুমি পথ চেয়ে আমার জন্য
আমার ভালো লাগে হইহুল্লোড়
তোমার পছন্দ স্বপ্ন
আমরা দু'জন দু'রকম
তবু কোথা যেন মিল অন্যরকম
দু'জন দু'রকম
তবু কোথা যেন মিল অন্যরকম
♪
আমি সমুদ্র ভালোবাসি
তুমি আকাশের বুকে মেঘ
আমার ভালো লাগে প্রাণের হাসি
তোমার মুগ্ধ আবেগ
আমি সমুদ্র ভালোবাসি
তুমি আকাশের বুকে মেঘ
আমার ভালো লাগে প্রাণের হাসি
তোমার মুগ্ধ আবেগ
আমি ভালোবাসি অগোছালো জীবন
তোমার সব পরিপাটি
আমি বৃষ্টিতে চাই ভিজি
তুমি জোছনায় চাও হাঁটি
আমরা দু'জন দু'রকম
তবু কোথা যেন মিল অন্যরকম
দু'জন দু'রকম
তবু কোথা যেন মিল অন্যরকম
দু'জন দু'রকম
তবু কোথা যেন মিল অন্যরকম
দু'জন দু'রকম
তবু কোথা যেন মিল অন্যরকম
Поcмотреть все песни артиста
Other albums by the artist