Mahadi - Ghum lyrics
Artist:
Mahadi
album: Onnorokom
ঘুম বলেছে আজকে আমার ক্লান্তি ছুঁয়ে ছুঁয়ে
বিন্দু বিন্দু স্বপ্ন হয়ে নামবে দু'চোখ বেয়ে
ঘুম বলেছে আজকে আমার ক্লান্তি ছুঁয়ে ছুঁয়ে
বিন্দু বিন্দু স্বপ্ন হয়ে নামবে দু'চোখ বেয়ে
♪
শিয়রে যখন চাঁদের আলো পড়বে ঝরে ঝরে
ঘুম তখনি পালিয়ে যাবে একলা আমায় ছেড়ে
একলা আমায় ছেড়ে
শিয়রে যখন চাঁদের আলো পড়বে ঝরে ঝরে
ঘুম তখনি পালিয়ে যাবে একলা আমায় ছেড়ে
একলা আমায় ছেড়ে
চরম কোনো না পাওয়ার
পেয়েও আবার হারিয়ে ফেলার ব্যথা নিয়ে ভারি
আমি যে আজ ঘুমিয়ে থাকার চেষ্টা করে হারি
চেষ্টা করে হারি
ঘুম বলেছে আজকে আমার ক্লান্তি ছুঁয়ে ছুঁয়ে
বিন্দু বিন্দু স্বপ্ন হয়ে নামবে দু'চোখ বেয়ে
ঘুম বলেছে আজকে আমার ক্লান্তি ছুঁয়ে ছুঁয়ে
বিন্দু বিন্দু স্বপ্ন হয়ে নামবে দু'চোখ বেয়ে
Поcмотреть все песни артиста
Other albums by the artist