ভাবতে কি লাগে ভালো? কুঁড়ি থেকে ফুল ফোটার আগেই নেভে জীবনের আলো ভাবতে কি লাগে ভালো? কুঁড়ি থেকে ফুল ফোটার আগেই নেভে জীবনের আলো ভাবতে কি লাগে ভালো? বলো, ভাবতে কি লাগে ভালো? ভাবতে কি লাগে ভালো? বলো, ভাবতে কি লাগে ভালো? স্বপ্ন যখন ছিন্নভিন্ন, কৃতকর্মের ধিক্কার স্বপ্ন যখন ছিন্নভিন্ন, কৃতকর্মের ধিক্কার ইবলিশ বলে, "আত্মহনন ছাড়া নেই কোনো প্রতিকার" ♪ হায়েনার দল খাপ পেতে বসা লোলুপ দৃষ্টি, মিছে ভালোবাসা দেখাবে তোমায় রঙিন স্বপ্ন স্বপ্ন রঙিন আশা ♪ উতলা প্রেমের উষ্ণ জোয়ার নরকের যত খুলবে দুয়ার বৈধ কী আর অবৈধ কী সবই একাকার স্বপ্ন যখন ছিন্নভিন্ন, কৃতকর্মের ধিক্কার স্বপ্ন যখন ছিন্নভিন্ন, কৃতকর্মের ধিক্কার ইবলিশ বলে, "আত্মহনন ছাড়া নেই কোন প্রতিকার" ♪ একবার যদি ফসকে এ পা হবে নাকো আর নীড়ে ফিরে আসা ক্ষণিক সুখের মত্ত লীলায় হিতাহিত জ্ঞান উড়বে ধুলায় ♪ আলেয়াকে আলো ভেবে দু চোখ দেখবে শুধু স্বপ্ন মধুর জোয়ার ভাটা নিয়ে যাবে টেনে কে জানে কতদূর স্বপ্ন যখন ছিন্নভিন্ন, কৃতকর্মের ধিক্কার স্বপ্ন যখন ছিন্নভিন্ন, কৃতকর্মের ধিক্কার ইবলিশ বলে, "আত্মহনন ছাড়া নেই কোন প্রতিকার"