ছোট্ট জীবনটাতে কত কি করার আছে সময় যায় বয়ে যায় ছুটে ছোট্ট জীবনটাতে কত কি করার আছে সময় যায় বয়ে যায় ছুটে অমূল্য ক্ষণগুলো বিফলেই কেড়ে নিল ঢাকার নিশিদিন যানযটে অমূল্য ক্ষণগুলো বিফলেই কেড়ে নিল ঢাকার নিশিদিন যানযটে যানযট, যানযট এতো মহা শংকট প্রতিকার পাব কি ইহকালে ধৈর্য ইশ বলে, "এভাবে কি আর চলে?" বিরক্তি ভাঁজ ফেলে কপালে ধৈর্য ইশ বলে, "এভাবে কি আর চলে?" বিরক্তি ভাঁজ ফেলে কপালে কখনও কখনও দেখি ঠায় দাড়িয়ে থাকি এক পা এগুতেই ঘন্টা অ্যাম্বুলেন্স তার অসহায় চিৎকার বাঁচাতে কি পারবে কি বোনাটা কখনও কখনও দেখি ঠায় দাড়িয়ে থাকি এক পা এগুতেই ঘন্টা অ্যাম্বুলেন্স তার অসহায় চিৎকার বাঁচাতে কি পারবে কি বোনাটা রাস্তার যানযটে বিষে মাখে মনটাকে মিত্রতা নাহি কারো সঙ্গে নিজেরটা আগে দেখি আইন মানি, বোকা নাকি বিসৃঙ্খলা আরো তুঙ্গে মানুষে মানুষে আজই সম্মান দেবে টা কি মানুষে মানুষে আজই সম্মান দেবে টা কি যোই যদি বিবেক হারালে ধৈর্য ইশ বলে, "এভাবে কি আর চলে?" বিরক্তি ভাঁজ ফেলে কপালে ধৈর্য ইশ বলে, "এভাবে কি আর চলে?" বিরক্তি ভাঁজ ফেলে কপালে লাল সবুজ বাতি জ্বলে নিভে বসে থাকি এভাবেই জীবনটা চলল মহামান্য যারা আগেই তো যাবে তারা তাদের সময়ের আছে মূল্য লাল সবুজ বাতি জ্বলে নিভে বসে থাকি এভাবেই জীবনটা চলল মহামান্য যারা আগেই তো যাবে তারা তাদের সময়ের আছে মূল্য ছোট্ট এ দেশটা তার চেয়ে ছোট ঢাকা কত মানুষের ভার বইবে? সবার লক্ষ্য যদি হতে থাকে ঢাকা মুখী শত চেষ্টাই ভেঙ্গে পরবে ঢাকামুখী জনতা আসবে কি আর ঢাকা ঢাকামুখী জনতা আসবে কি আর ঢাকা সুযোগের পরিসর বাড়ালে ধৈর্য ইশ বলে, "এভাবে কি আর চলে?" বিরক্তি ভাঁজ ফেলে কপালে ধৈর্য ইশ বলে, "এভাবে কি আর চলে?" বিরক্তি ভাঁজ ফেলে কপালে ধৈর্য ইশ বলে, "এভাবে কি আর চলে?" বিরক্তি ভাঁজ ফেলে কপালে ধৈর্য ইশ বলে, "এভাবে কি আর চলে?" বিরক্তি ভাঁজ ফেলে কপালে ধৈর্য ইশ বলে, "এভাবে কি আর চলে?" বিরক্তি ভাঁজ ফেলে কপালে ধৈর্য ইশ বলে, "এভাবে কি আর চলে?" বিরক্তি ভাঁজ