Kishore Kumar Hits

Hyder Husyn - Ke Dekher Kotha Ke Dekchi lyrics

Artist: Hyder Husyn

album: Faisa Gechi


কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা-ইলিশ খাওয়া?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা-seminar?
স্বাধীনতা কি শহিদবেদিতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প, নাটক, উপন্যাস আর কবিতায়?
স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়?
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে grand fashion show?
স্বাধীনতা কি দুঃখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?
স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদ-বালা?
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদণ্ড?
স্বাধীনতা কি পানির tank-এ গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুকযুদ্ধ?
স্বাধীনতা কি সন্ত্রাসী, হাতে মারণাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

আজ নেই বর্গি, নেই ইংরেজ, নেই পাকিস্তানি হানাদার
আজও তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার?
আজও তবু কি লাখো শহিদের রক্ত যাবে বৃথা?
আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
কী দেখার কথা, কী দেখছি
কী শোনার কথা, কী শুনছি
কী ভাবার কথা, কী ভাবছি
কী বলার কথা, কী বলছি
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists