Pothik Nobi - Pagol A Mon lyrics
Artist:
Pothik Nobi
album: Praner Bashinda
পাগল এ মন, উতলা এ মন
আকাশে রংধনু উঠিলো রে
পাগল এ মন, উতলা এ মন
আকাশে রংধনু উঠিলো রে
চম্পা ফুটিলো, চামেলি ফুটিলো
চম্পা ফুটিলো, চামেলি ফুটিলো
ময়ূরসাজে ময়না সাজিলো রে
পাগল এ মন, উতলা এ মন
আকাশে রংধনু উঠিলো রে
আকাশে রংধনু উঠিলো রে
♪
হলুদ-বরন দেহেরই রং সুবাস ছড়ায়
রুমঝুমঝুম নূপুর পায়ে ঘুরিয়া বেড়ায়
হলুদ-বরন দেহেরই রং সুবাস ছড়ায়
রুমঝুমঝুম নূপুর পায়ে ঘুরিয়া বেড়ায়
চঞ্চলা চপলা মেয়ে, ময়না আমার প্রেম
চঞ্চলা চপলা মেয়ে, ময়না আমার প্রেম
তারে দেখে বুকে কাঁপন লাগিলো রে
পাগল এ মন, উতলা এ মন
আকাশে রংধনু উঠিলো রে
চম্পা ফুটিলো, চামেলি ফুটিলো
চম্পা ফুটিলো, চামেলি ফুটিলো
ময়ূরসাজে ময়না সাজিলো রে
পাগল এ মন, উতলা এ মন
আকাশে রংধনু উঠিলো রে
আকাশে রংধনু উঠিলো রে
♪
কাজলকালো চোখের তারায় মায়াবী স্বপন
ঝনঝনাঝন বাজে চুড়ি, কেড়ে নেয় নয়ন
কাজলকালো চোখের তারায় মায়াবী স্বপন
ঝনঝনাঝন বাজে চুড়ি, কেড়ে নেয় নয়ন
চঞ্চলা চপলা মেয়ে, ময়না আমার প্রেম
চঞ্চলা চপলা মেয়ে, ময়না আমার প্রেম
তারে দেখে বুকে কাঁপন লাগিলো রে
পাগল এ মন, উতলা এ মন
আকাশে রংধনু উঠিলো রে
পাগল এ মন, উতলা এ মন
আকাশে রংধনু উঠিলো রে
চম্পা ফুটিলো, চামেলি ফুটিলো
চম্পা ফুটিলো, চামেলি ফুটিলো
ময়ূরসাজে ময়না সাজিলো রে
পাগল এ মন, উতলা এ মন
আকাশে রংধনু উঠিলো রে
আকাশে রংধনু উঠিলো রে
Поcмотреть все песни артиста
Other albums by the artist