আমার দেহ কষ্টের সারিন্দা সুরে সুরে বেজে বলে তুই যে আমার প্রাণের বাসিন্দা আমার দেহ কষ্টের সারিন্দা সুরে সুরে বেজে বলে তুই যে আমার প্রাণের বাসিন্দা রে, বন্ধু তুই যে আমার প্রাণের বাসিন্দা ♪ আকাশকুসুম স্বপ্ন দেখে এই নয়ন তারা তুই যে আমার, আমি যে তোর আদরের জোড়া আকাশকুসুম স্বপ্ন দেখে এই নয়ন তারা তুই যে আমার, আমি যে তোর আদরের জোড়া দুই জনে দুই জনার হবো দুই জনে দুই জনার হবো সকাল-দুপুর-সন্ধ্যা তুই যে আমার প্রাণের বাসিন্দা আমার দেহ কষ্টের সারিন্দা সুরে সুরে বেজে বলে তুই যে আমার প্রাণের বাসিন্দা রে, বন্ধু তুই যে আমার প্রাণের বাসিন্দা ♪ রঙের মেলায় তারা জ্বলে, চলছে ভবের খেলা তোরই সনে প্রেম সায়রে দুলবো নাগরদোলা রঙের মেলায় তারা জ্বলে, চলছে ভবের খেলা তোরই সনে প্রেম সায়রে দুলবো নাগরদোলা তোর এ হাতে তুলে দেবো তোর এ হাতে তুলে দেবো রজনীগন্ধা তুই যে আমার প্রাণের বাসিন্দা আমার দেহ কষ্টের সারিন্দা সুরে সুরে বেজে বলে তুই যে আমার প্রাণের বাসিন্দা আমার দেহ কাষ্টের সারিন্দা সুরে সুরে বেজে বলে তুই যে আমার প্রাণের বাসিন্দা রে, বন্ধু তুই যে আমার প্রাণের বাসিন্দা