মাঝরাতে যখন এই ঘুমটা ভেঙে যায় জানালা দিয়ে চাঁদের আলোর স্রোতধারায় মনের ভেতর কে যেন আমায় বলে যায় "আমার সাথে আয় রে তুই, আমার সাথে আয়" ঘুমঘুম চোখে ভাবতে থাকি একাকী কে ডাকে আমায়, কার কথায় আমার এ ঘুম হারায়? আমি তো একা একাই চলি পথ কেউ তো মোর আপন নয়, সবাই যেন পর তারপর এই মনের মাঝে দেখি তোমার ছবি ভাঙতে চায় দেয়ালটা সেই পুরোনো অনুভূতি বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি কলম ধরা হাতে আমার শুরু লেখালেখি আমি তো ভালোবাসতে জানি না কাউকে তো কাছে টানতে পারি না আমি তো ভালোবাসতে জানি না কাউকে তো কাছে টানতে পারি না তবু তুমি থাকো যখন আমার পাশে আমার কেন এমন লাগে? ♪ সারারাত না ঘুমোদের দলে নাম লিখিয়ে দেখি সকাল, চায়ের কাপে, ashtray-তে মনের ভেতর কে যেন আমায় বলে যায় "আমার সাথে আয় রে তুই, আমার সাথে আয়" ঘুমহীন লাল চোখে ভাবতে থাকি কে ডাকছে আমায়, কার ছবি দেখি চোখের এই কোণায় আমি তো এই রঙিন পৃথিবীতে সাদা-কালোকেই নিয়েছি আপন করে তারপর এই মনের মাঝে দেখি তোমার ছবি ভাঙতে চায় দেয়ালটা সেই পুরোনো অনুভূতি বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি কলম ধরা হাতে আমার শুরু লেখালেখি আমি তো ভালোবাসতে জানি না কাউকে তো কাছে টানতে পারি না আমি তো ভালোবাসতে জানি না কাউকে তো কাছে টানতে পারি না তবু যখন তুমি থাকো আমার পাশে আমার কেন এমন লাগে? ♪ আমি তো ভালোবাসতে জানি না কাউকে তো কাছে টানতে পারি না আমি তো ভালোবাসতে জানি না কাউকে তো কাছে টানতে পারি না তবু যখন তুমি থাকো আমার পাশে আমার কেন এমন লাগে?