Kishore Kumar Hits

Subir Nandi - Amar Ei Gane lyrics

Artist: Subir Nandi

album: Amar Tumi Ele


আমার এ গানে
কি যে আছে মানে
তুমি ছাড়া বলো কেবা বোঝে?
তুমি ছাড়া বলো কেবা বোঝে?
সুরের পাখিরা নেচে বাণীর বাগানে
তোমাকেই শুধু যেন খুঁজে
তোমাকেই শুধু যেন খুঁজে
আমার এই গানে
কি যে আছে মানে
তুমি ছাড়া বলো কেবা বোঝে?
তুমি ছাড়া বলো কেবা বোঝে?

পুরোনো দিনের মতো দেখি তুমি আজও
সাজগোজ নেই, তবু অপরূপা সাজো
ভোরের আলো আর দূরের সুরের সাথে
সে রূপের হয় তুলনা যে
সে রূপের হয় তুলনা যে
আমার এই গানে
কি যে আছে মানে
তুমি ছাড়া বলো কেবা বোঝে?
তুমি ছাড়া বলো কেবা বোঝে?

পেছনের পানে চেয়ে ঘুরে যাই ভয়ে
এতকাল কেটে গেছে, দিন গেছে বয়ে
প্রথম দিনের তুমি রবে মিশে এ গানে
ধমনীতে শুধু বইবে যে
ধমনীতে শুধু বইবে যে
আমার এই গানে
কি যে আছে মানে
তুমি ছাড়া বলো কেবা বোঝে?
তুমি ছাড়া বলো কেবা বোঝে?
সুরের পাখিরা নেচে বাণীর বাগানে
তোমাকেই শুধু যেন খুঁজে
তোমাকেই শুধু যেন খুঁজে
আমার এই গানে
কি যে আছে মানে
তুমি ছাড়া বলো কেবা বোঝে?
তুমি ছাড়া বলো কেবা বোঝে?

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists