Kishore Kumar Hits

Subir Nandi - Hay Rongila Rong lyrics

Artist: Subir Nandi

album: Sakir Hater Lal Peayalay


হায় রঙ্গিলা, রঙ জাগালে
এই নিশীথে, এই নিশীথে
হায় রঙ্গিলা, রঙ জাগালে
এই নিশীথে, এই নিশীথে
শারাব বিনা ভরে না মন
হায়, শারাব বিনা ভরে না মন
এই তিথিতে, এই তিথিতে
হায় রঙ্গিলা, রঙ জাগালে
এই নিশীথে, এই নিশীথে

জীবন রঙে তুমি রাঙালে শারাবি ছোঁয়ায়
মরণ বাঁশি যায় না শোনা গোলাপী আভায়
জীবন রঙে তুমি রাঙালে শারাবি ছোঁয়ায়
মরণ বাঁশি যায় না শোনা গোলাপী আভায়
ছলক ঢেউ এ দাও গো সুধা
এই নিশীথে, এই নিশীথে
হায় রঙ্গিলা, রঙ জাগালে
এই নিশীথে, এই নিশীথে
শারাব বিনা ভরে না মন
হায়, শারাব বিনা ভরে না মন
এই তিথিতে, এই তিথিতে
হায় রঙ্গিলা, রঙ জাগালে
এই নিশীথে, এই নিশীথে

শারাব, সাকি এক হয়ে যায় নাগরদোলায়
মায়াবী আঁখির মদির নেশায় বাসনা জাগায়
শারাব, সাকি এক হয়ে যায় নাগরদোলায়
মায়াবী আঁখির মদির নেশায় বাসনা জাগায়
ফেরারি মনে দাও গো সুধা
এই নিশীথে, এই নিশীথে
হায় রঙ্গিলা, রঙ জাগালে
এই নিশীথে, এই নিশীথে
হায় রঙ্গিলা, রঙ জাগালে
এই নিশীথে, এই নিশীথে
শারাব বিনা ভরে না মন
হায়, শারাব বিনা ভরে না মন
এই তিথিতে, এই তিথিতে
হায় রঙ্গিলা, রঙ জাগালে
এই নিশীথে, এই নিশীথে
হায় রঙ্গিলা, রঙ জাগালে
এই নিশীথে, এই নিশীথে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists