Subir Nandi - Jiboner Bisadhe Bedhechhi lyrics
Artist:
Subir Nandi
album: Sakir Hater Lal Peayalay
জীবনের বিষাদে বেঁধেছি বসতি
সুরাতে করেছি ভর
ছিল না তো সাকি
প্রণয়ের নিক্বণে বেজেছিল তনুমন
প্রণয়ের নিক্বণে বেজেছিল তনুমন
হারিয়ে বেসাতি আমি শারাবি অনুক্ষণ
জীবনের বিষাদে বেঁধেছি বসতি
সুরাতে করেছি ভর
ছিল না তো সাকি
♪
মিটেছে পেয়াস শান্তির ছলনায়
সুরা ও নেশার মিলনমেলায়
মিটেছে পেয়াস সাকির ছলনায়
সুরা ও নেশার মিলনমেলায়
হেলান দিয়ে কে গো হৃদয়ের জানালায়
হেলান দিয়ে কে গো হৃদয়ের জানালায়
সাকি দিল সুরা নতুন বাহানায়
জীবনের বিষাদে বেঁধেছি বসতি
সুরাতে করেছি ভর
ছিল না তো সাকি
♪
মাতাল হাওয়ায় মনটা ছুটে যায়
সাকির ছোঁয়ায় মন মেতে রয়
মাতাল হাওয়ায় মনটা ছুটে যায়
সাকির ছোঁয়ায় মন মেতে রয়
বাঁশরি বাজায় কে গো বিরহের আঙিনায়?
বাঁশরি বাজায় কে গো বিরহের আঙিনায়?
সাকি দিল সুরা নতুন বাহানায়
জীবনের বিষাদে বেঁধেছি বসতি
সুরাতে করেছি ভর
ছিল না তো সাকি
প্রণয়ের নিক্বণে বেজেছিল তনুমন
প্রণয়ের নিক্বণে বেজেছিল তনুমন
হারিয়ে বেসাতি আমি শারাবি অনুক্ষণ
জীবনের বিষাদে বেঁধেছি বসতি
সুরাতে করেছি ভর
ছিল না তো সাকি
Поcмотреть все песни артиста
Other albums by the artist