মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন মরিলে কান্দিস না আমার দায় মরিলে কান্দিস না আমার দায় ♪ সুরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায় আমার প্রাণ যাবার বেলায় সুরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায় বিদায়কালে পড়ি না যেন শয়তানের ধোঁকায় রে যাদুধন মরিলে কান্দিস না আমার দায় ♪ বুক বান্ধিয়া কাছে বইসা গোসল করাইবা আমার বুক বান্ধিয়া কাছে বইসা গোসল করাইবা সেই গোসলের শেষে নতুন কাপড় পরাইবা রে যাদুধন মরিলে কান্দিস না আমার দায় ♪ কাফন পিন্দাইয়া আতর-গোলাপ দিয়া গায় কাফন পিন্দাইয়া আতর-গোলাপ দিয়া গায় তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায় রে যাদুধন মরিলে কান্দিস না আমার দায় ♪ দাফন করিয়া যদি কান্দো আমার দায় দাফন করিয়া যদি কান্দো আমার দায় মসজিদে বসিয়া কাইন্দো আল্লার দরগায় রে যাদুধন মরিলে কান্দিস না আমার দায় মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন মরিলে কান্দিস না আমার দায়