আর কিছু নেই, নেই হারাবার কী আছে বলো তোমাকে দেবার আর কিছু নেই, নেই হারাবার কী আছে বলো তোমাকে দেবার এই মন তোমাকে দিলাম হারিয়ে গেলাম হৃদয়ে তোমার আর কিছু নেই, নেই হারাবার কী আছে বলো তোমাকে দেবার ♪ আমার এই এলোমেলো সব ভাবনায় এই মন তোমাকে চায় শুধু চায় যত পায় তত চায় যে তোমায় চলো যাই যে দিকে দু'চোখ যেতে চায় যেখানে ভালোবেসে মেঘেরা লুকায় স্বপ্নের সেই ঠিকানায় দু'টি মন মিশে একাকার চলো ডুবে যাই না জেনে সাঁতার আর কিছু নেই, নেই হারাবার কী আছে বলো তোমাকে দেবার এই মন তোমাকে দিলাম হারিয়ে গেলাম হৃদয়ে তোমার