Kishore Kumar Hits

TAPOSH - Gaarir Mechanic lyrics

Artist: TAPOSH

album: Gaarir Mechanic


Back to the beat
Yeah
Yeah
বন্ধু আমার গাড়ির মেকানিক
বন্ধু আমার গাড়ির মেকানিক
যতবার করে সে ঠিক
যতবার করে সে ঠিক
চাক্কা হয় যে লিক
বন্ধু আমার গাড়ির মেকানিক
বন্ধু আমার গাড়ির মেকানিক

পুরান গাড়ি নিল বন্ধু নতুন রং করিতে
গাড়ির রং আর মনের রং গড়াইল পিরীতে
আরে পুরান গাড়ি নিল বন্ধু নতুন রং করিতে
গাড়ির রং আর মনের রং গড়াইল পিরীতে
এখন মনের মধ্যে একটাই আশা
এখন মনের মধ্যে একটাই আশা
গাড়ি হয় না যেন ঠিক
বন্ধু আমার গাড়ির মেকানিক
বন্ধু আমার গাড়ির মেকানিক

Back to the beat
Yeah
বাড়ির পাশে বন্ধুর আমার
সুন্দর একখান গ্যারেজ
স্বপ্নে দেখি ইংরাজিতে
করবো যে ম্যারেজ
ওরে বাড়ির পাশে বন্ধুর আমার
সুন্দর একখান গ্যারেজ
স্বপ্নে দেখি ইংরাজিতে
করবো যে ম্যারেজ
তারে দেখলে মনের হেড লাইট
ওরে তারে দেখলে মনের হেড লাইট
মারে যে ঝিলিক
বন্ধু আমার
বন্ধু আমার
বন্ধু আমার গাড়ির মেকানিক
আরে বন্ধু আমার গাড়ির মেকানিক
যতবার করে সে ঠিক
যতবার করে সে ঠিক
চাক্কা হয় যে লিক
বন্ধু আমার গাড়ির মেকানিক
আরে বন্ধু আমার গাড়ির মেকানিক
বন্ধু আমার গাড়ির মেকানিক
আরে বন্ধু আমার গাড়ির মেকানিক

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists