আমার পরান কান্দে তোরই লাগি
তুই বন্ধু দিস নারে ফাঁকি
আমার পরান কান্দে তোরই লাগি
তুই বন্ধু দিস নারে ফাঁকি
তোর লাগি দিমু পাড়ি দূর তেপান্তর
তোর লাগি দিমু পাড়ি দূর তেপান্তর
পরান বন্ধু তোরই লাগি
পথ চাইয়া বইসা থাকি
পার হইয়া যায় কত রাত্রি
পার হয় কত ভোর
যত দূরে থাকিস রে তুই
মনের মাঝে আছিস রে তুই
তোর লাগি পুইড়া যায় রে
আমার এই অন্তর
আমার সরল প্রেমে সরল দিলে
গরল সুধা ঢেলে দিলে
আমার সরল প্রেমে সরল দিলে
গরল সুধা ঢেলে দিলে
আমি লগ্নি করছি জীবনটারে
করিস নারে পর
আমি লগ্নি করছি জীবনটারে
করিস নারে পর
পরান বন্ধু তোরই লাগি
পথ চাইয়া বইসা থাকি
পার হইয়া যায় কত রাত্রি
পার হয় কত ভোর
যত দূরে থাকিস রে তুই
মনের মাঝে আছিস রে তুই
তোর লাগি পুইড়া যায় রে
আমার এই অন্তর
Поcмотреть все песни артиста
Other albums by the artist