Fazlur Rahman Babu - Bashori lyrics
Artist:
Fazlur Rahman Babu
album: Bashori
বাঁশরি বাজাইয়ো না শ্যাম, বাজাইয়ো না বাঁশি
তোমার বাঁশির সুর যে আমার গলায় পরায় ফাঁসি
শোনো রাধে, বাঁশি কাঁদে "রাধা রাধা" বলে
তোমার মুখটা ভাসে আমার মন-যমুনার জলে
কী কথা কও কালো মুখে দেইখা কালো চোখে
তোমার লাগি কলঙ্কিনী বলবে গাঁয়ের লোকে
তোমার লাগি কলঙ্কিনী বলবে গাঁয়ের লোকে
♪
কলঙ্কের ভয় করলে কি গো ভালোবাসা হয়
আমি কালা করি না গো লোক-নিন্দার ভয়
ভরা কলসির জল ফালাইয়া জলের ঘাটে আসি
জল ভরিবার ছল করিয়া শুনি তোমার বাঁশি
দিবানিশি তোমার লাইগা উদাস থাকে মন যে
মনটা ভালো থাকে তুমি আসলে মনের কুঞ্জে
মনটা ভালো থাকে তুমি আসলে মনের কুঞ্জে
♪
তোমার বাঁশি কাঁটা হইয়া বিঁধে কলিজাতে
ব্যথার চোটে ছটফট করি একলা নিশি রাতে
নিদ্রাহারা করলো আমায় তোমার মধু রূপে
একটা নজর দেখতে তোমায় আসি চুপে চুপে
তোমার বাঁশি সিঁধকাটা যেন, মনচোরা
হাতের কাছে পাইলে বাঁশি চুলায় দেবো পোড়া
হাতের কাছে পাইলে বাঁশি চুলায় দেবো পোড়া
বাঁশরি বাজাইয়ো না শ্যাম, বাজাইয়ো না বাঁশি
তোমার বাঁশির সুর যে আমার গলায় পরায় ফাঁসি
শোনো রাধে, বাঁশি কাঁদে "রাধা রাধা" বলে
তোমার মুখটা ভাসে আমার মন-যমুনার জলে
তোমার মুখটা ভাসে আমার মন-যমুনার জলে
তোমার মুখটা ভাসে আমার মন-যমুনার জলে
Поcмотреть все песни артиста
Other albums by the artist