সখী, তুমি কেমন কইরা? সখী, তুমি কেমন কইরা মন করিলা চুরি? দিবা-নিশি এখন আমি প্রেম আগুনে জ্বলি সখী, দিবা-নিশি এখন আমি প্রেম আগুনে জ্বলি সখা, তুমি মিঠা কথায় সখা, তুমি মিঠা কথায় মনটা ভুলাইয়া যাইও না গো চইলা দূরে আমার ছাড়িয়া সখা, যাইও না গো চইলা দূরে আমার ছাড়িয়া সব ফেলিয়া শুধু তোমার প্রেমে মজিলাম যাবো নাকো, আমায় দেখো তোমায় সঁপিলাম কেমন কইরা এত ভালো বাসো ওগো সখা? তোমার ডাকে ছুটে আসি, যায় না ঘরে থাকা সখী, তুমি কেমন কইরা? সখী, তুমি কেমন কইরা মন করিলা চুরি? দিবানিশি এখন আমি প্রেম আগুনে জ্বলি, সখী যাইও না গো চইলা দূরে আমার ছাড়িয়া সখা, যাইও না গো চইলা দূরে আমার ছাড়িয়া ধিকিধিকি জ্বলে আগুন থাকো যদি দূরে থাইকো তুমি, থাইকো কাছে বুকেরই ভিতরে আমিও তো তোমার প্রেমে হাবুডুবু, সখা অন্তরেতে তোমার লাগি ভালোবাসা রাখা সখী, তুমি কেমন কইরা? সখী, তুমি কেমন কইরা মন করিলা চুরি? দিবানিশি এখন আমি প্রেম আগুনে জ্বলি সখী, দিবানিশি এখন আমি প্রেম আগুনে জ্বলি সখা, তুমি মিঠা কথায় সখা, তুমি মিঠা কথায় মনটা ভুলাইয়া যাইও না গো চইলা দূরে আমার ছাড়িয়া সখা, যাইও না গো চইলা দূরে আমার ছাড়িয়া দিবানিশি এখন আমি প্রেম আগুনে জ্বলি সখী, দিবানিশি এখন আমি প্রেম আগুনে জ্বলি