বসন্ত বাতাসে পরীর আউলাঝাউলা চুল সেই চুলেতে গুইজা দিতাম নিত্য গোলাপ ফুল বসন্ত বাতাসে পরীর আউলাঝাউলা চুল সেই চুলেতে গুইজা দিতাম নিত্য গোলাপ ফুল রোজ নিশিতে বাড়ির পিছে বাঁশ বাগানের ধারে আমার সাথে করতো দেখা পরী চুপিসারে চাঁদের আলোয় পরান ভইরা দেখতাম পরীর মুখ দূরে গেলে নয়নজলে ভাসাইতো সে বুক আমি নাকি নিঠুরিয়া, কইতো অভিমানে ও সে আমি নাকি নিঠুরিয়া কইতো অভিমানে আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে ♪ শক্ত কইরা হাতটি ধইরা কইতো বারে বারে আল্লায় নাকি তাহার জন্য বানাইছে আমারে শক্ত কইরা হাতটি ধইরা কইতো বারে বারে আল্লায় নাকি তাহার জন্য বানাইছে আমারে পরীর বাড়ির উঠোন জুইড়া সুখ কবুতর হাটে কলসি কাঙ্খে এখন তো কেউ আসে না আর ঘাটে পরী আমায় ভুইলা গেছে, নাই বুঝি আর মনে পরী আমায় ভুইলা গেছে, নাই বুঝি আর মনে আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে ♪ বর্ষার কালে নদীর বুকে আইতো নয়া পানি সেই পানিতে দুইজন কত খেলতাম নাও দৌড়ানি বর্ষার কালে নদীর বুকে আইতো নয়া পানি সেই পানিতে দুইজন কত খেলতাম নাও দৌড়ানি ভাটার টানে নদীর বুকে ভাইসা উঠছে চর পরী আমায় কইরা দিছে চিরতরে পর আমায় একা ভাটায় থুইয়া হারাইছে উজানে ও সে আমায় একা ভাটায় থুইয়া হারাইছে উজানে আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে আমার পরী এখন জোছনা ছড়ায় অন্য উঠোনে গো আমায় ভুইলা স্বপ্ন সাজায় অন্য কারো সনে