দূরে গেলে রইতে না পারি, ভুলিয়া যাই দুনিয়াদারি
মনের মধ্যে শূন্য বাড়ি, বিরহ এপার ওপার
ছেড়ে তুমি যাইবা কী করে, ঘুমাইয়া রও মনের ঘরে
প্রাণের মধ্যে হু হু করে পিরিতি এপার ওপার
আজিব একটা ব্যাপার হায় রে, জটিল একটা ব্যাপার
তোমায় কত ভালোবাসি, যন্ত্র নাই তো মাপার
আজিব একটা ব্যাপার হায় রে, জটিল একটা ব্যাপার
তোমায় কত ভালোবাসি, যন্ত্র নাই তো মাপার
♪
নয়ন বুজেও দেখিতে পাই, শয়ন ঘরে নিদ্রা হারাই
ঐ চোখে রাইখো আমায়, আয়নাতে কাজ নাই
আর আয়নাতে কাজ নাই
নয়ন বুজেও দেখিতে পাই, শয়ন ঘরে নিদ্রা হারাই
ঐ চোখে রাইখো আমায়, আয়নাতে কাজ নাই
আর আয়নাতে কাজ নাই
আজিব একটা ব্যাপার হায় রে, জটিল একটা ব্যাপার
তোমায় কত ভালোবাসি, যন্ত্র নাই তো মাপার
আজিব একটা ব্যাপার হায় রে, জটিল একটা ব্যাপার
তোমায় কত ভালোবাসি, যন্ত্র নাই তো মাপার
♪
আঁধার কালেও তোমারে চাই, আদর করে স্বপ্ন সাজাই
ঐ বুকে রাইখো আমায়, বায়না তো আর নাই
মোর বায়না তো আর নাই
আঁধার কালেও তোমারে চাই, আদর করে স্বপ্ন সাজাই
ঐ বুকে রাইখো আমায়, বায়না তো আর নাই
মোর বায়না তো আর নাই
আজিব একটা ব্যাপার হায় রে, জটিল একটা ব্যাপার
তোমায় কত ভালোবাসি, যন্ত্র নাই তো মাপার
আজিব একটা ব্যাপার হায় রে, জটিল একটা ব্যাপার
তোমায় কত ভালোবাসি, যন্ত্র নাই তো মাপার
দূরে গেলে রইতে না পারি, ভুলিয়া যাই দুনিয়াদারি
মনের মধ্যে শূন্য বাড়ি, বিরহ এপার ওপার
আজিব একটা ব্যাপার হায় রে, জটিল একটা ব্যাপার
তোমায় কত ভালোবাসি, যন্ত্র নাই তো মাপার
আজিব একটা ব্যাপার হায় রে, জটিল একটা ব্যাপার
তোমায় কত ভালোবাসি, যন্ত্র নাই তো মাপার
Поcмотреть все песни артиста