আমি, আমি সংগ্রামী কারণ যখন rap করি একটানা ১২ লাইন তারপরে দম ছাড়ি, bomb মারি গানে কানে গেলে মনে মানে পোলাপানের জানে, কই থেইকা Flow করি, আমদানি কমদামী জুতা, pant, shirt, cap ঘড়ি হাতে পড়ি তবু করি না, যা পারি না, তা বেশি কইরা করি আমি যোদ্ধা, mic হতে অবিরত লড়ি যারে ধরি ঘ্যাচ-ঘ্যাচ কইরা নামাইয়া লাই ভুরি আমার pen মানে ছুরি Flowrically থাকে ঢাল আমি gang লইয়া ঘুরি, আমার চোখ থাকে লাল বাংলা hip-hop-এর পিনিকে ২৪ ঘণ্টা থাকি টাল আমার verse হুইনা কাঁনবি কারণ এতো বেশি ঝাল ভায়া, হারামে হারাম আর তোরা খাবি কত কাল? খাইতে খাইতে ভুইলা গেছোস কোনটা হারাম আর হালাল এহন যেদিকে তাকাবি চারিদিকে সব ভেজাল কিছু সাধারণ জনতা বাকি সবগুলা দালাল এই তোর kingdom-এ আমি King Kong দিছি পারা ভং-চং না বুঝাইয়া নিজের জান লইয়া পালা গান হুইনা যদি বুকে তোগো শুরু করে জ্বালা শালা, Antacid Plus প্লাস খাইয়া যা হইয়া যাইবো ভালা কালা হইয়া জায়গা মুখ হুইনা যুক্তিবাদি কথা দোষ করে একজনে দশ জনের মাথা ব্যথা খুনি আতঙ্কে খিচ social media-র viral আর Facebook-এ status দেয় "কেউ আমারে মাইরালা" নাম বেশি কার? দাম বেশি কার? বল বেশি কার? আয় দেহি ছাড়, mic-এর পাল্লায় মাপি কারটা বেশি ভার কারটা বেশি ধার, দেখবি পরিষ্কার কেডা দেশী verse করে আবিষ্কার করে ব্যবহার, প্রতিবার ক্ষতিকর এমন word যার আতঙ্কে বুঝা যায় কেডা genuine rapper কী ব্যাপার ভুইলা গেছোস এত তাড়াতাড়ি? দম বেশি কার? আয়, করি মুখে মারামারি তারপরে দেহি কেডা জিতে এই মঞ্চে কার নাম ছড়ায় দ্রুত ঢাকা থেইকা গ্রামগঞ্জে গিয়া খোঁজ নিয়া দেখ, আমি বাদে সব fake খালি নাম কানে গেলে still জায়গাতে break সব একলগে জটপট খায়া পুরা ভিম ঝটপট শুরু হইয়া গেছে fighting scene তোরা king সবগুলা এক team আমি একা বন, একটারে মারমু দেখবি পিছে পুরা ফাঁকা ঝাকানাকা bro, আঁকাবাঁকা flow মারি আমি শব্দের গুলি করি throw যেটা এত দ্রুতগামী লাগে শিকারের পিছনে দৌড়াইতাছে হিংস্র প্রাণী ধরতে পারলে বুঝায় দিবো তুমি কোন বংশের খান্দানী পোলা সাবধানে কে জানে যদি পৌঁছে যমের কানে তাইলে বাঁচার উপায় নাইগা তোগো মরতে হইবো প্রাণে, আমি উচিত কথা ঝাল এতো বেশি ঢালি গানে, খায়া বালপাকনা পোলাপান ঝইরা যাইবো সব অকালে, ভায়া