GxP - Kagojer Note lyrics
Artist:
GxP
album: Kagojer Note
Ayy, কাগজের নোট
GxP, ayy, ayy, ayy
কাগজের নোট, কাগজের ভোট
কাগজে সই দিলেই ট্যাকা (ট্যাকা)
কাগজডা বানাইসে কেডা? (কেডা)
ট্যাকাডা বানাইসে কেডা? (কেডা)
কাগজের নোট, কাগজের ভোট
কাগজে সই দিলেই ট্যাকা (ট্যাকা)
কাগজডা বানাইসে কেডা? (কেডা)
ট্যাকাডা বানাইসে কেডা?, ক
ধর, আকাশে তাকাইয়া দেখ
বাতাসে উড়তাসে ট্যাকা
ঢাকায় ধরা-সোজা খালি
চোক্ষে দেহা যায় না
পড়তে হইবো কালা-চশমা
মাথা খাটা লগলে ফাটা
তাও যাতে pocket না থাকে তোর ফাঁকা
টকার গন্ধে পা চাটে সব বাঘা
টাকার অংকে পাগলও অনেক পাকা
তাকা, দেখ চারিদিকে বহুরূপী লোকজন
১০০-এর মধ্যে ৯৫-টাই fake
লকু-চক্ষে থাকে সব মুখোশের আড়ালে
আঁন্ধাড়ে গেলে পিছ দিয়া দেয় ঠেক
নালিশ করবো মানুষ police-এর কাছে
বাল, police-এর জবানেই কালো costape
খুলতে যাইবা টাইনা
ভিতরে ভইরা দিয়া
মমলা দিবো লেইখা বেচ tablet
থাক, দুঃখের কথা মুখে কইয়া লাভ নাই
ট্যাকা ছাড়া এই দেশের আইনও অন্ধ
আর, চলে খালি ক্ষমতার জোর
যার কাছে ক্ষমতা তারই রাজত্ব
হাহ, এতই ক্ষমতা তোমাগো
তারপরও পারলা না কমাইতে ধর্ষণ
সংবাদ সম্মেলনে বড় মুখে আবার
ঠিকি কইতে পারো, "আমি সংসদ সদস্য"
বাহ, এইভাবেই চলতাসে দিন-scene
করতাছে মানুষ তার রক্তের লগে ঘিন
করে না মুখ দিতে
অন্যের পাতে মন
ভরে না ঘুমাইলে ট্যাকার খাটে
যত পায় চায় আরও বেশি গড়তে
মধ্যবিত্তের pocket কাইটা সব
Bank-এ ভরতে
জাগো দিন কাটে জীবন-যুদ্ধে
লড়তে-লড়তে, যারা ঘইরা-ঘুইরা
মরে ট্যাকার খোঁজে
কাগজের নোট, কাগজের ভোট
কাগজে সই দিলেই ট্যাকা (ট্যাকা)
কাগজডা বানাইসে কেডা? (কেডা)
ট্যাকাডা বানাইসে কেডা (কেডা)?
কাগজের নোট, কাগজের ভোট
কাগজে সই দিলেই ট্যাকা (ট্যাকা)
কাগজডা বানাইসে কেডা? (কেডা)
ট্যাকাডা বানাইসে কেডা?, ক
যেই দেশে মুহূর্তের মধ্যে এস্পার-ওস্পার
শত-শত কোটি ট্যাকা
সেই দেশে ক্যান
আমার মতো শত মধ্যবিত্তের স্বপ্ন
মাথার ভিতরে থাকে চাপা
Shame on them
বিবেক ঢাইকা গেছে
আবেগের চাদরে
ফায়দা না থাকলে সব বোবা
মধ্যা-আঙ্গুল, তোগো লাইগা যেডি
কোটি-কোটি দামের গাড়ি কিনে ঘুসের ট্যাকায়
দেখ আয়, কষ্ট কারে কয় এইদিকে তাকায়া
ক্ষুধার জ্বালায় থাকে
না পাইড়া ঘুমাইয়া
মানুষ যানি আমরা মানুষের জন্যে
মানবতা তবে কেন চুপচাপ? ayy
মরার পরে ধরা খাবি হাশরের ময়দানে
জবাব ছাড়া কেউ জান্নাতের চাবি পাবি না
যাবিগা নরকে তারপরও দাবি
ছাড়বো না মানুষে পাবি
শাস্তি তুই ইহকালে
করতাসোস যত পাপ
অভিশাপ-অভিশাপ লাইগা যাইবো জীবনে
করিছ না অহংকার
অভিশাপ-অভিশাপ, ট্যাকা দিয়া মইছা ফেলা
যায় না যেই অভিশাপ
অভিশাপ-অভিশাপ লাইগা যাইবো জীবনে
করিছ না অহংকার
অভিশাপ-অভিশাপ, ট্যাকা দিয়া মইছা ফেলা
যায় না যেই অভিশাপ
কাগজের নোট, কাগজের ভোট
কাগজে সই দিলেই ট্যাকা (ট্যাকা)
কাগজডা বানাইসে কেডা? (কেডা)
ট্যাকাডা বানাইসে কেডা? (কেডা)
কাগজের নোট, কাগজের ভোট
কাগজে সই দিলেই ট্যাকা (ট্যাকা)
কাগজডা বানাইসে কেডা? (কেডা)
ট্যাকাডা বানাইসে কেডা?, ক
ট্যাকা, কেডা, কেডা, ট্যাকা, ট্যাকা, কেডা
কেডা, ট্যাকা
Поcмотреть все песни артиста
Other albums by the artist