Kishore Kumar Hits

Critical Mahmood - Pocket Khali lyrics

Artist: Critical Mahmood

album: Pocket Khali


Aye, aye, না-না
ক্যামনে কইরা চলি? মনের দুঃখ কারে বলি?
দূরে দেখি কত আলো, কাছে গেলে শুধু কালো
আমার বিপদে বাজে তালি
আপনের মুখে গালি
হাতায় দেখি ফুটাগুলা বড়ো বড়ো
পকেটে টাকা নাই, কত যে মারা খাই
তবুও শান্তি পাই, জীবনে কী আর চাই?
তুমিও সেরা, টাকাতে আমিও সেরা
জীবনে ঠেলা, দেখ সামলাইতে প্যারা
হাত আমার খালি, তোর টাকাতে চলি
Mobile-এ টাকা আমি বাকিতে ভরি (ay, ay)
জীবনটা খেলা, জীবনটা প্যারা
জীবনের বায়না, জীবন আর যায় না
জীবনটা সুন্দর, বাদ দিয়ে ময়লা
জীবন তো অল্প নাটক দেখায় না (whoo)
আমার সাথে ঘুরে পোলাইপানে
সবই করে টাকারই গোলামি, গোলামি (whoo)
আমার তার ছিড়া গেলে হবে
নগদে গুণ্ডামি, গুণ্ডামি (ছু-ছু)
আমার রাগ উঠে, আমার পকেট খালি হলে রাগ উঠে
আবার তার ছিড়ে, পল্টিবাজ পোলাইপানরে ধার দিলে
দেখি পোল্টি মারে
They say we don't know how to do rap (r-rap)
জানি টাকাটা কিনেছে map (map)
দেখি টাকার relation-এ gap (g-gap)
আমি Windows চালাই, Mcc-e Mac
I'm just feeling and killing
And chilling the vibe
টাকা ওয়ালার দেখি সুন্দরী wife
শুনি গরিবের ঘরে নাকি ক্ষুধা নাই
আমার চলে না, চলে না ধান্দা তে life
তুমিও সেরা, টাকাতে আমিও সেরা
জীবনে ঠেলা, দেখ সামলাইতে প্যারা
হাত আমার খালি, তোর টাকাতে চলি
Mobile-এ টাকা আমি বাকিতে ভরি
I need that money (money!)
টাকা ছাড়া परेशानी (প্যারা)
পেটে নাই ভাত, খুবই হয়রানি
জানি না কার কপালে কতখানি
বাসায় নাই ভাত, ডাল, নাই কোনো খাদ্য
কাটে কোনোরকম দিন-কাল
আমার পরিবার ক্ষুধার পেটে জ্বালায়
পারি টাকা ছাড়া ক্যামনে টিকবার?
ক্যামনে থাকবার? ক্যামনে হাসবার?
দুনিয়া টাকার পিছে, বলে টাকাতে ভাসে না হাসিমুখ
আমি বলি টাকা ছাড়া টিকে না সুখ (টিকে না!)
টিকে না, টিকে না সুখ
জানি টাকায় হাসিমুখ ভাসে
Pocket-এ টাকা ভরা থাকলে
তখন শত্রুও ভালোবাসে (ভালোবাসে)
ঘড়ির কাটা ঘুরায় দেখ, yeah, তোর সময় তোর হাতে, yeah
পকেটে টাকা নাই, কত যে মারা খাই
তবুও শান্তি পাই, জীবনে কী আর চাই?
তুমিও সেরা, টাকাতে আমিও সেরা
জীবনে ঠেলা, দেখ সামলাইতে প্যারা
হাত আমার খালি, তোর টাকাতে চলি
Mobile-এ টাকা আমি বাকিতে ভরি

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists