Kishore Kumar Hits

Critical Mahmood - Jatrapala lyrics

Artist: Critical Mahmood

album: Jatrapala


Free তে জগৎ দেখায় যাত্রা পালা
লাগে জীবন যুদ্ধ, যেন কঠিনতর কারবালা
খাঁচার বাইরে চলে রঙের মেলা
Chance পাইলে ভাঙ তালা
সময় এবার তোর পালা
ভরপুর, চারিদিকে চোর বাটপার
ওগো কামের থেকা নাম বেশি
বেশি আবদার
লগে পেট চলে ফাঁপড়ে খ্যাপ
মারে জোরদার
Sorry, হাছা কথা মুখে prestige পাংচার
Like fichsss
হায়রে আফসোস খাসিলত খচ্চর
বেশির ভাগ কাম চোর
করসে ভক্ষণ যে করে রক্ষণাবেক্ষণ
ভক্তি ভালো না অতি চুরি করা লক্ষণ
দিস না বুঝ আমারে ভুলভাল
জানি কোন জায়গায় tempo চলে
কবে চলে হরতাল
দিস না বুঝ আমারে ভুলভাল
মাতালের তাল দেইখা বুঝি খাইসে
কোন জায়গার কোন মাল

হাসি পায় বাস্তবতায় কান দিলে
জোসে পোলায় ডাকে বাপরে ভাই মিছিলে
দিশা পাই না যামু কোন দিক
Television ঝিকিমিকি লাগে মাগার আমারটাই ঝিরঝির
চাপা কিরকিড়ায় ধুরু মিয়া জানতো
চাইরটা বিয়া কইরা সুন্নতের ভক্ত
ভন্ডামি লুচ্চামি পোটলাতে বান্দে
বিবির হাতে লাঠিচার্জ কান ধইরা কান্দে
এটাই science, bro
কী যে দুঃখ সংসারের যুদ্ধ
মোল্লার দৌড় মসজিদে
আগে যদি বুঝতো
এই ভুবনের সবকিছু
Like সৃজনশীল প্রশ্ন
ছাগল দেখি ভাবে নিজেরে G.O.A.T
Titanic ভাবে সাবে
আসলে যে ফুটা boat
খয়রাতি খুঁজে হালায় নাম দিছে বাদশা
নীতিমালা কই গোটা system-ই ঝাপসা

আসমান থেকা পড়ছি, আমি খুঁজি আমার ঠিকানা
এই জগতের যাত্রা দেইখা করতে থাকি প্রার্থনা
হে, কোমল হাসির মুখ দেখাইয়া দিব মনে সান্ত্বনা
নিজের কাম ফুরাইয়া গেলে দুস্ত আমায় চিনে না
(করতে থাকি প্রার্থনা)
(দুস্ত আমায় চিনে না)
(করতে থাকি প্রার্থনা)
(দুস্ত আমায় চিনে না)

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists