এমন কেন করছো? পুড়িয়ে আমায় নিজেই জ্বলছো এমন কেন করছো? ফিরিয়ে আমায় নিজেই কাঁদছো এমন কেন করছো? এমন কেন করছো? এমন কেন করছো? এমন কেন করছো? এমন কেন করছো? পুড়িয়ে আমায় নিজেই জ্বলছো ♪ ভুলটা আমার করছি স্বীকার, তবু দূরে রাখছো আমায় ছেড়ে রবে না ভালো জেনেও একা থাকছো ভুলটা আমার করছি স্বীকার, তবু দূরে রাখছো আমায় ছেড়ে রবে না ভালো জেনেও একা থাকছো অকারণেই দুঃখ দিলে সুখের ঘোমটা টানছো এমন কেন করছো? পুড়িয়ে আমায় নিজেই জ্বলছো ♪ এই যে দেখো সেই আমিটা, চিনেও ভুলে যাচ্ছো এমনটা তো ছিলে না তুমি, কেমন করে পারছো? এই যে দেখো সেই আমিটা, চিনেও ভুলে যাচ্ছো এমনটা তো ছিলে না তুমি, কেমন করে পারছো? মিছেমিছি জেদের কাছে প্রতিদিনই হারছো এমন কেন করছো? পুড়িয়ে আমায় নিজেই জ্বলছো এমন কেন করছো? ফিরিয়ে আমায় নিজেই কাঁদছো এমন কেন করছো? এমন কেন করছো? এমন কেন করছো? এমন কেন করছো? এমন কেন করছো? পুড়িয়ে আমায় নিজেই জ্বলছো