তুমি আমি পাশাপাশি আর কী লাগে বলো এতদিনে বাঁচার মতন বাঁচার সময় এলো চেয়েছে যা এতদিন এ মন মিলেছে তার সবটা এখন এ জীবনে আর কিছুই নেই যে আমার প্রয়োজন তুমি আমি পাশাপাশি আর কী লাগে বলো এতদিনে বাঁচার মতন বাঁচার সময় এলো ♪ থাকে যদি চলাচল সামনে সবচেয়ে প্রিয় মুখের এক জীবনে হয় না অভাব স্বর্গ থেকে আসা সুখের চেয়েছে যা এতদিন এ মন মিলেছে তার সবটা এখন এ জীবনে আর কিছুই নেই যে আমার প্রয়োজন তুমি আমি পাশাপাশি আর কী লাগে বলো এতদিনে বাঁচার মতন বাঁচার সময় এলো ♪ ইচ্ছে করছে ঘড়ির কাঁটা নিজের হাতে দেই থামিয়ে সময়-ডানায় চড়ে যেন সুখের রেশ না যায় হারিয়ে চেয়েছে যা এতদিন এ মন মিলেছে তার সবটা এখন এ জীবনে আর কিছুই নেই যে আমার প্রয়োজন তুমি আমি পাশাপাশি আর কী লাগে বলো এতদিনে বাঁচার মতন বাঁচার সময় এলো