ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ♪ যে পথে তোমার দেখা চাই সে জানি, অজানা কোনো ঠাঁই যে পথে তোমার দেখা চাই জানি, অজানা কোনো ঠাঁই চেয়ে পাই না তোমারে আলো রয় ঢেকে আঁধারে পাব কি, পাব না, কে জানে মাওলা, ওরে মাওলা তুমি আসো না এই পরানে (আসো না এই পরানে) আসো না এ ধেয়ানে (আসো না এই ধেয়ানে) আসো না এই পরানে আসো না এই ধেয়ানে আসো না, আসো না এই জীবনে মাওলা, ওরে মাওলা তুমি আসো না এই জীবনে ♪ না চেয়ে যাঁরে যায় পাওয়া আদম সুরতে দেখি তাঁরা কায়া গায়েবে জুদা তুমি, দৃশ্যে অদৃশ্য তুমি নিরাকার মেনেই পাই আকার মাওলা, ওরে মাওলা তুমি আসো না এই পরানে (আসো না এই পরানে) আসো না এই ধেয়ানে (আসো না এই ধেয়ানে) আসো না এই পরানে আসো না এই ধেয়ানে আসো না, আসো না এই জীবনে ♪ আসো না এই পরানে আসো না এই ধেয়ানে আসো না এই জীবনে আসো না এই পরানে আসো না এই জীবনে