মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
তোমায় জুড়াবো ছায়াতে
হিমালয় শিখর তুমি আমার
আনন্দ তোমায় ছোঁয়াতে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
যতক্ষণ তুমি আমি
ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি
আমি হই রোদে মেঘে
ভেসে যাওয়া ডানা মেলা পাখি
যতক্ষণ তুমি আমি
ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি
আমি হই রোদে মেঘে
ভেসে যাওয়া ডানা মেলা পাখি
মনে হয় তোমায় নিয়ে
জলে ধনুভবে রংধনু আঁকি
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
দূর পথে তুমি আমি
পায়ে পায়ে হাত ধরে চলে
ভালো লাগা অনুভবে
না বলা কথাগুলো বলে
দূর পথে তুমি আমি
পায়ে পায়ে হাত ধরে চলে
ভালো লাগা অনুভবে
না বলা কথাগুলো বলে
মন চায় আকাশ হতে
কিছু নিল নিয়ে এসে
সাজাই আঁচলে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
অরণ্যের পাখি তুমি
তোমায় জুড়াবো ছায়াতে
হিমালয় শিখর তুমি আমার
আনন্দ তোমায় ছোঁয়াতে
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে
তোমায় বাজাব বাতাসে
তোমায় বাজাব বাতাসে
Поcмотреть все песни артиста
Other albums by the artist