যেই শহরের অলিতে গলিতে তোর মায়ার বসবাস সেই শহরের অলিতে গলিতে রোজ নিমাই চলে আজ কার সাথে ফোন আলাপে তোর রাত টুকু কাটাস সারা রাত্রী কাকে শুনাস তোর পবিত্র নিঃশ্বাস মেয়ে বাধলি আমায় এ কোন বাধনে, আমি কেমনে একা রই সাজানো কত স্বপ্ন আমার সব কই গেলো কই মনটা দিয়ে ভালো তোরে আর কে বাসবে কে হলি না আমার, দিলি না মন তোর আমি কালো বলে আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে তুমি হারিয়ে গেলে ও মেয়ে আমি কালো বলে আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে তুমি ফুরিয়ে গেলে ও মেয়ে আমি কালো বলে ♪ করিম চাচার দোকানটাতে বাকি হয়ে গেছে খুব সিগারেট নামে কিনে আনি ক্ষণিকের প্রিয় সুখ মাঝ রাতের ঔ চাদের আলো আর কানে থাকা হেডফোন সারা রাত্রী ভাবায় আমায় একটা মেয়ের প্রিয় মুখ মায়ার বাধনে বাধলি তোর মায়ার বাধনে ভাবিস কি আর কারো কথা যে গেছে চলে মনটা দিয়ে ভালো তোরে আর কে বাসবে কে হলি না আমার, দিলি না মন তোর আমি কালো বলে আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে তুমি হারিয়ে গেলে ও মেয়ে আমি কালো বলে আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে তুমি হারিয়ে গেলে ও মেয়ে আমি কালো বলে আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে আমি কালো বলে শুধুই অবহেলা দিলে আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে আমি কালো বলে তুমি আমায় ছেড়ে গেলে