Kishore Kumar Hits

Arman Alif - Kanna lyrics

Artist: Arman Alif

album: Kanna


দিনে দিনে মনের কোণে বাঁধলো কেউ এক বাসা
যার কারণে ভাঙে-গড়ে শেষ না হওয়া আশা
আমার তো এই একটাই ভাঙা মন
বারবার তারে জোড়া দিলেও হয় না আর তেমন
আমার রাগটা গাঢ়, মলিন করি মুখ
কী প্রয়োজন তোমার পাওয়া নামহীন কোনো সুখ
এখন ঘুম কোথায় পাই
আমারই সেই ঘুমপাড়ানি অপরাধীটাই নাই
আমি কার কাছে নিই একটুখানি ঠাঁই
ধুলো জমা এই শহরে প্রিয় মেয়েটাই নাই
তাই কতদিন হয় আগের মতো ইস্কুল পলাই না
পুরান ID-'র block list-এর খবরও লই না
তুমি কাঁদলে পরে হারায় যাবো, সে অভ্যেসও নাই
আমি টিফিনের ও টাকাতে আর আবেগ কিনি নাই

তোরে bike-এর back seat-এ বসায় শহর দেখাই না
তোর-আমারে লইয়া বাসায় বিচার আসে না
আমি মায়ায় পড়বো ভাইবা কেউ আর কাজল আঁকে না
রাত্রি হারায়, বোবা মোবাইল কথা বলে না

তোরে bike-এর back seat-এ বসায় শহর দেখাই না
তোর-আমারে লইয়া বাসায় বিচার আসে না
আমি মায়ায় পড়বো ভাইবা কেউ আর কাজল আঁকে না
রাত্রি হারায়, বোবা মোবাইল কথা বলে না
তোমরা দেখতে পেলে বইলো তারে, তার জন্য মন কান্না করে

তোমরা দেখতে পেলে বইলো তারে, তার জন্য মন কান্না করে
সময় বেরঙিন
আমার ঘুম ভেঙে গেলে মলিন বালিশ ভেজে প্রতিদিন
আমার ঘুম ভেঙে গেলে মলিন বালিশ ভেজে প্রতিদিন
তাই কতদিন হয় আগের মতো ইস্কুল পলাই না
পুরান ID-'র block list-এর খবরও লই না
তুমি কাঁদলে পরে হারায় যাবো, সে অভ্যেসও নাই
আমি টিফিনের ও টাকাতে আর আবেগ কিনি নাই
হায় রে, কতদিন হয় আগের মতো ইস্কুল পলাই না
পুরান ID-'র block list-এর খবরও লই না
হায় রে, কতদিন আমি জোনাক পোকার গানও শুনি না
কতদিন আমার মায়াবতীর মুখটা দেখি না

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists