Kishore Kumar Hits

Arman Alif - Kotha lyrics

Artist: Arman Alif

album: Kotha


একটা অন্ধকার ঘরে
পাগলটা কেমন করে
চারটা দেয়ালই কালো
তাই আঁকা যায় না তারে
দেয়াল জুড়ে যত
রক্তের ছড়াছড়ি
আমার একলা থাকার রাতে
সেগুলো চোখে ধরে ভারি
ছেলেটা হাসবে আবার কবে
কবে একটা অন্য সকাল হবে
আবার গান লিখবে কখন
সেই গান শোনাবে কারে
ছেলেটা হাসবে আবার কবে (কবে)
কবে একটা অন্য সকাল হবে (হবে)
আবার গান লিখবে কখন (কখন)
সেই গান শোনাবে কারে
সময় হলে যাবে বলে আগেই সেজে ছিলে
ইচ্ছে মতো উড়বে বলে সাদা অথবা নীলে
আমার আকাশ আজও কালো আগে যেমন ছিলো
তাই নিয়ে থাকবো ভালো তোমায় দিয়ে আলো
সময় হলে যাবে বলে আগেই সেজে ছিলে
ইচ্ছে মতো উড়বে বলে সাদা অথবা নীলে
আমার আকাশ আজও কালো আগে যেমন ছিলো
তাই নিয়ে থাকবো ভালো তোমায় দিয়ে আলো
আমার মধ্যে থাকা অনেক কথার একটু
তখন গিটার টার যত্ন ছিলো খুব
কত রাত, কত গান
এখন আর গিটারের তাল গুলো বদলানো হয় না
Tuning এর যে apps টা
সেটাও তেমন কাজে লাগে না
এখন তার স্কুলে যাওয়ার রাস্তাটায় অপেক্ষা
তাকে একটু দেখবো বলে কতদিন
সেও আর আগের মতো এদিক সেদিক চোখ ফেরায় না
পুরান মানুষটারে দেখবে বলে
তখন ওর আমি কেন্দ্রিক চিন্তাভাবনা গুলো
ওর স্কুলের রেজাল্ট টাকেও খারাপ করে দিত
এখন আর রেজাল্ট খারাপের ভয়টাও নেই
রেজাল্ট ভালো হওয়াই ভালো
আমার প্রথমবারের যে বাইকটা
তার back seat-এ কেবল তাকেই প্রথম বসিয়ে সারা শহর ঘুরাতে হবেই
সে কত বায়না
কেউ আর শহর ঘুরে বেড়ানোর বায়না করে না
কেউ বলে না তোমার সাথে থাকতেই ভালো লাগছে
থাকি না আর একটু!
সে কি তবে স্বপ্ন হয়ে গেলো
হয়তো নতুন ঘরেই বেশি আলো
আমি না হয় আরও অবাক হবো
এতদিন ধরে ভেবে ভেবে যত কথা
সেগুলো গল্প হয়ে গেলো
রূপকথার গল্পের মতো হলো
সময় হলে যাবে বলে আগেই সেজে ছিলে
ইচ্ছে মতো উড়বে বলে সাদা অথবা নীলে
আমার আকাশ আজো কালো আগে যেমন ছিলো
তাই নিয়ে থাকবো ভালো তোমায় দিয়ে আলো
সময় হলে যাবে বলে আগেই সেজে ছিলে
ইচ্ছে মতো উড়বে বলে সাদা অথবা নীলে
আমার আকাশ আজো কালো আগে যেমন ছিলো
তাই নিয়ে থাকবো ভালো তোমায় দিয়ে আলো

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists