Kishore Kumar Hits

Arman Alif - Asham lyrics

Artist: Arman Alif

album: Asham


তোরে আমি ভালোবেসে
এখন গৃহবন্দী।
একলা ঘরে আহাজারি
কষ্ট প্রতিদ্বন্দ্বী। - [ ২ বার ]
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই। - [ ২ বার ]
তোর হতে, তোরে পেতে
আমরণ অনশন।
জানলো না কেউ আমার ভেতর
আমারই নির্বাসন। - [ ২ বার ]
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই। - [ ২ বার ]
তোর হয়ে যাবো সয়ে
নিদারুন প্রহসন।
বুঝলো না কেউ আমার এ মন
এ বুকে কী দহন। - [ ২ বার ]
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই।
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই। - [ ২ বার ]

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists