Jisan Khan Shuvo - Tor Moner Pinjiray lyrics
Artist:
Jisan Khan Shuvo
album: Tor Moner Pinjiray
আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন
নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন
যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন
নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই?
কারে এত করলি আপন পর করে আমায়?
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই?
কারে এত করলি আপন পর করে আমায়?
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
♪
জ্বলে নেভে জোনাকী, দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো?
এই ভরা জোছনায় তুই কার পাশে?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে?
জ্বলে নেভে জোনাকি, দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো?
এই ভরা জোছনায় তুই কার পাশে?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে?
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই?
কারে এত করলি আপন পর করে আমায়?
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
♪
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাশরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো, করার কিছু নাই
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাশরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো, করার কিছু নাই
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই?
কারে এত করলি আপন পর করে আমায়?
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
Поcмотреть все песни артиста
Other albums by the artist