তোকে ছাড়া শূন্য এ হৃদয় হাসি তবু লাগে তবু যে অভিনয় এত কেন লাগে যে অসহায় ডুবে গেছি আজ শূন্যতায় ও, তোকে ছাড়া শূন্য এ হৃদয় হাসি তবু লাগে তবু যে অভিনয় এত কেন লাগে যে অসহায় ডুবে গেছি আজ শূন্যতায় আগুন জানে পোড়ার কী ব্যথা মনে পড়ে কত কথা তোকে ছাড়া শূন্য এ হৃদয় হাসি তবু লাগে তবু যে অভিনয় এত কেন লাগে যে অসহায় ডুবে গেছি আজ শূন্যতায় ♪ তুই ছাড়া ভাঙা এই বুকে আঁধার নেমেছে মনে হয় না পাওয়া প্রেমেরই অসুখে লাগে কেন যে এত ভয় ছায়াদেরও হয় অভিমান বেড়েই শুধু যায় সংশয় তোকে ছাড়া শূন্য এ হৃদয় হাসি তবু লাগে তবু যে অভিনয় এত কেন লাগে যে অসহায় ডুবে গেছি আজ শূন্যতায় ♪ না বলা তোকে কত কথা নীরবে আমাকে কাঁদায় আজও এ চোখের নোনাজলে তোরই স্মৃতি ভেসে যায় চেনা মুখোশের আড়ালে স্মৃতিরা আসে, হারিয়ে যায় তোকে ছাড়া শূন্য এ হৃদয় হাসি তবু লাগে তবু যে অভিনয় এত কেন লাগে যে অসহায় ডুবে গেছি আজ শূন্যতায়