Asif Akbar - Veja Phool lyrics
Artist:
Asif Akbar
album: Veja Phool
শিশিরভেজা ফুলে আজকে সকালে
সাজাবো তোমায় আমি রঙে রঙে
নরম রোদের আলো অঙ্গে জড়িয়ে
শিহরণে কাঁপবে হৃদয় অচিন ঢঙে
পথের বাঁকে হারাবে সব পিছুটান
তোমার সুবাসে এ মন ফিরে পাবে প্রাণ
ও, পথের বাঁকে হারাবে সব পিছুটান
তোমার সুবাসে এ মন ফিরে পাবে প্রাণ
♪
মেঘ উড়ানো বাতাসে ছড়াবে ভালোবাসাবাসি খেলা
মাতাল মনে লাগবে দোলা তোমার ছোঁয়ায় সারাবেলা
ও, মেঘ উড়ানো বাতাসে ছড়াবে ভালোবাসাবাসি খেলা
মাতাল মনে লাগবে দোলা তোমার ছোঁয়ায় সারাবেলা
অলস এ দুপুরের কোলে পেঁচিয়ে দেবো
স্বপ্নের নকশিকাঁথা বুনে বুনে
ও, পথের বাঁকে হারাবে সব পিছুটান
তোমার সুবাসে এ মন ফিরে পাবে প্রাণ
♪
জোছনাধোয়া রাতে ভাসাবো মনময়ূরের ভেলা
ঢেউয়ের মাতমে নাচবে জীবন করে সবই হেলাফেলা
জোছনাধোয়া রাতে ভাসাবো মনময়ূরের ভেলা
ঢেউয়ের মাতমে নাচবে জীবন করে সবই হেলাফেলা
সোহাগি রাতের সোহাগে ভরিয়ে দেবো
আকাশের তারাগুলো সাক্ষী মেনে
ও, পথের বাঁকে হারাবে সব পিছুটান
তোমার সুবাসে এ মন ফিরে পাবে প্রাণ
শিশিরভেজা ফুলে আজকে সকালে
সাজাবো তোমায় আমি রঙে রঙে
নরম রোদের আলো অঙ্গে জড়িয়ে
শিহরণে কাঁপবে হৃদয় অচিন ঢঙে
পথের বাঁকে হারাবে (সব পিছুটান)
তোমার সুবাসে এ মন ফিরে পাবে প্রাণ
ও, পথের বাঁকে হারাবে (সব পিছুটান)
তোমার সুবাসে এ মন ফিরে পাবে প্রাণ
Поcмотреть все песни артиста
Other albums by the artist