Kishore Kumar Hits

Baul Sukumar - Tui Jiboner Cheye Beshi lyrics

Artist: Baul Sukumar

album: Tui Jiboner Cheye Beshi


বন্ধুরে তোর জন্য পরাণ খুইলা দিসি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তোর মুখটা আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবা-নিশি গো
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবা-নিশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তোর কাজল কালো চোখ দেইখা গলায় উঠলো ঢোক
তোরে আসমানের চাঁদ পাইরা দিমু একলা করিস ভোগ
আমার একতারা নাই তবু তোরে শোনাই যেমন গান
তুই কান পাতিয়া রাখিস, লগে, হা-হা, এক খিলি পান
একটুখানি না দেখিলে লাগে হাঁস-ফাঁস
তুই আমার আশীর্বাদ, তুই সর্বনাশ
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবা-নিশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তোর অন্তরেতে একটু জায়গা দিলেই আমি খুশি
তোরে মাথায় তুইলা নৃত্য করুম লাগলে বারোমাসই
তোরে তাজমহল না দিলেও কিন্তু দিতে পারুম হাসি
আর রাজি না হইলে আনুম হ্যামিলনের বাঁশি
পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস
পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস
মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবা-নিশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই আসমান জমিন খুঁইজা দেখিস
ভালো কইরা খবরটা নিস
আমি আইনা দিমু একটা সুখেরই আবাস
জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন
তোর জীবনে বাঁচতাম দুইজন
জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন
তোর জীবনে বাঁচতাম দুইজন
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবা-নিশি গো
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবা-নিশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists