Kishore Kumar Hits

Mcc-e Mac - Bolechile lyrics

Artist: Mcc-e Mac

album: Bolechile


বলেছিলে বুঝিনি তোমায়
তুমিও কী বুঝেছো আমায়?
সময় শুধু চলে যায়
কথাগুলো রয়ে যায়
বলেছিলে বুঝিনি তোমায়
তুমিও কী বুঝেছো আমায়?
সময় শুধু চলে যায়
কথাগুলো রয়ে যায়
তুমি জানো জান পুরছি কত রাত
একা ঘরে জ্বালিয়ে স্মৃতিরা ডাকে
আমার কাছে আমি পালিয়ে
তোমারি উপহার কাঁদায় আমায় আবার
কেন আজ, কেন চিনলে না আমার
ঠিকানায় আজ তোমার কাছে আমি অচেনা?
তুমি বলেছিলে, বুঝিনি তোমাকে
আমি বলি, বুঝো নাই আমাকে
চিনলে না এই আমাকে
দিয়ে কথা রাখোনি
একদিন ঠিকই ভুলে যাবে আমাকে
আমি যাকে চাই সে দূরে যায়
বলেছিলাম ভালোবাসা মানে ধোঁকা তাই
I want you out of my head now
করেছিলাম নাকি domination
Was toxic too?
Don't you know how I felt for you?
মনে করেছো ছিল না বিশ্বাস
But পুরো দমে ছিল বিশ্বাস
এখন নেই যেন নিশ্বাস
আমি ভয় পেতাম তোমাকে হারাতে
গভীরে ছিল ভালোবাসা
I was insecure
জানি pain গুলো হবে না cure
তুমি চাঁদ, আমি আকাশের তাঁরা
তোমার আশে-পাশে চিরকাল আমি রয়ে যাবো
তোমায় নিয়ে যতো স্বপ্ন দেখি, কষ্ট বুনি
বলো কীভাবে ভুলে যাবো?
তুমি ছিলে সব জানে আমার রব
আমার কল্পনায় তুমি সহ বাধা সব
ভালো থেকো নিজের মতো
দিলাম না অভিশাপ
বলেছিলে বুঝিনি তোমায়
তুমিও কী বুঝেছো আমায়?
সময় শুধু চলে যায়
কথাগুলো রয়ে যায়
বলেছিলে বুঝিনি তোমায়
তুমিও কী বুঝেছো আমায়?
সময় শুধু চলে যায়
কথাগুলো রয়ে যায়
বলেছিলে বুঝিনি তোমায়
তুমিও কী বুঝেছো আমায়?
সময় শুধু চলে যায়
কথাগুলো রয়ে যায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists