কখনও কি জানতে চেয়েছ বলো আমি কে তোমার হই? তোমাকে ছেড়ে থাকব ভালো একা এত স্বার্থপর আমি নই কখনও কি জানতে চেয়েছ বলো আমি কে তোমার হই? তোমাকে ছেড়ে থাকব ভালো একা এত স্বার্থপর আমি নই, বলো আমি কে তোমার হই? ♪ লাল-নীল, সাদা-কালো এই আছি ভালো আবারও হঠাৎ এলোমেলো অর্থহীন, সব বর্ণহীন তুমিহীনা অগোছালো ♪ লাল-নীল, সাদা-কালো এই আছি ভালো আবারও হঠাৎ এলোমেলো অর্থহীন, সব বর্ণহীন তুমিহীনা অগোছালো কখনও কি জানতে চেয়েছ বলো আমি কে তোমার হই? তোমাকে ছেড়ে থাকব ভালো একা এত স্বার্থপর আমি নই, বলো আমি কে তোমার হই? ♪ এ কোন বন্ধনে বাঁধা মনে-মনে চাইলে ভোলা যায় না কভু এই আবেগের নাম জানা নেই তোমাতে আছি মগ্ন তবু ♪ এ কোন বন্ধনে বাঁধা মনে-মনে চাইলেও ভোলা যায় না কভু এই আবেগের নাম জানা নেই তোমাতে আছি মগ্ন তবু কখনও কি জানতে চেয়েছ বলো আমি কে তোমার হই? তোমাকে ছেড়ে থাকব ভালো একা এত স্বার্থপর আমি নই, বলো আমি কে তোমার হই? হুম, আমি কে তোমার, কে তোমার হই? আমি কে তোমার হই? বলো, কে তোমার হই?