Kishore Kumar Hits

Shafiq Tuhin - Antor Thikana lyrics

Artist: Shafiq Tuhin

album: Antor Thikana


এসো না তুমি ভাবনার নীড়ে
মন-আঙিনায় বাসর সাজিয়ে
এ হৃদয়ের যত লেনাদেনায়
হারিয়ে যাবো অচিন ভিড়ে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে

ও, প্রেমের স্লোগানে বলবো আমি
ভালোবাসি অনেক বেশি
অধরমাঝে ঝরবো ধারায়
জোছনা হয়ে চাঁদ-তারায়
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে

বাস্তবতার দাঁড়ি-কমায়
থাকবো আপন ডোরে
ঘর সাজাবো দুজন মিলে
স্বপ্নেরই এই শহরে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
এসো না তুমি ভাবনার নীড়ে
মন-আঙিনায় বাসর সাজিয়ে
এ হৃদয়ের যত লেনাদেনায়
হারিয়ে যাবো অচিন ভিড়ে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists