ও-হো-হো হো-হো-হো-হো ও-হো-হো-হো-হো-হো ও-হো-হো হো-হো-হো-হো ও-হো-হো-হো-হো-হো দেখিনি যুদ্ধ, শুনেছি শুধু এ মাটি রক্তে আঁকা মাগো সালাম জানাই, তোমায় সালাম লাল সবুজের পতাকা দেখিনি যুদ্ধ, শুনেছি শুধু এ মাটি রক্তে আঁকা মাগো সালাম জানাই, তোমায় সালাম লাল সবুজের পতাকা '৫২ আর '৭১-এর কাছে জমে আছে অনেক ঋণ সেই ঋণ শোধ দিয়ে গড়ব এবার রক্তিম সূর্যের দিন মাগো তোমার পাশে আছি যেন থেকো ভাবনাহীন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন ♪ যখনই যা কিছুর হয় প্রয়োজন জন্মভূমি তোমার জন্য তখনই জেগে ওঠে উন্মাদনায় আপোষহীন এই যে তারুণ্য যখনই যা কিছুর হয় প্রয়োজন জন্মভূমি তোমার জন্য তখনই জেগে ওঠে উন্মাদনায় আপোষহীন এই যে তারুণ্য মাগো তোমার পাশে আছি যেন থেকো ভাবনাহীন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন ♪ ও-হো-হো হো-হো-হো-হো ও-হো-হো-হো-হো-হো ও-হো-হো হো-হো-হো-হো ও-হো-হো-হো-হো-হো নির্ভয়ে এ দেশের প্রয়োজনে দিতে পারি জীবন বিসর্জন প্রতিবাদ প্রতিরোধ আত্মত্যাগে আবার করতে পারি সব অর্জন নির্ভয়ে এ দেশের প্রয়োজনে দিতে পারি জীবন বিসর্জন প্রতিবাদ প্রতিরোধ আত্মত্যাগে আবার করতে পারি সব অর্জন মাগো তোমার পাশে আছি যেন থেকো ভাবনাহীন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন দেখিনি যুদ্ধ, শুনেছি শুধু এ মাটি রক্তে আঁকা মাগো সালাম জানাই, তোমায় সালাম লাল সবুজের পতাকা '৫২ আর '৭১-এর কাছে জমে আছে অনেক ঋণ সেই ঋণ শোধ দিয়ে গড়ব এবার রক্তিম সূর্যের দিন মাগো তোমার পাশে আছি যেন থেকো ভাবনাহীন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন