Shafiq Tuhin - Ebong Valobasha lyrics
Artist:
Shafiq Tuhin
album: Paglame
শ্রাবণী, তুমি তো কখনো ভাবোনি
দু'চোখে ঝরে কেন অঝোর শ্রাবণ
কত কী বোঝো তুমি কত সহজে
বোঝো না কেন শুধু আমারই মন?
তুমি স্বপ্নের অতলে দুঃস্বপ্ন হয়ে
এসেছিলে স্বপ্নচারিণী
তুমি পৃথিবীর সমুদ্র দেখেছো
এই বুকের সমুদ্র দেখোনি
তুমি ভালোবাসা নিতে শুধু শিখেছো
ভালোবাসতে শেখোনি
তুমি পৃথিবীর সমুদ্র দেখেছো
এই বুকের সমুদ্র দেখোনি
তুমি ভালোবাসা নিতে শুধু শিখেছো
ভালোবাসতে শেখোনি
♪
অনেক চেনা কাছের মানুষ পুরোনো হয়ে গেলে
অচেনা ভুলগুলো ফন্দি আঁটে
একঘেয়ে ছকের ভেতর নিছক স্বপ্নেরা
স্মৃতির হিমালয় ললাটে
তুমি হিমালয় পর্বত দেখেছো
বুকে স্মৃতির এভারেস্ট দেখোনি
তুমি ভালোবাসা নিতে শুধু শিখেছো
ভালোবাসতে শেখোনি
তুমি হিমালয় পর্বত দেখেছো
বুকে স্মৃতির এভারেস্ট দেখোনি
তুমি ভালোবাসা নিতে শুধু শিখেছো
ভালোবাসতে শেখোনি
♪
মেঘলা দিনে আনমনা তুমি বৃষ্টিবিলাসী
করো কী যে সুখে বৃষ্টিতে স্নান
বুঝবে না তুমি কত মেঘ পুষে রেখেছি বুকে
নিয়ে কত ব্যথা-অভিমান
তুমি আকাশের বৃষ্টি দেখেছো
এই বুকের প্লাবন তো দেখোনি
তুমি ভালোবাসা নিতে শুধু শিখেছো
ভালোবাসতে শেখোনি
তুমি আকাশের বৃষ্টি দেখেছো
এই বুকের প্লাবন তো দেখোনি
তুমি ভালোবাসা নিতে শুধু শিখেছো
ভালোবাসতে শেখোনি
শ্রাবণী
ভালোবাসতে শেখোনি
♪
শ্রাবণী
Поcмотреть все песни артиста
Other albums by the artist