তবু কেন এ বিষাক্ত আলোর মেলায় হারিয়ে যাই আমি? স্বপ্নমঞ্চে বসে একা ভুল ছিল কার, তাও জানি খুঁজে যায় নতুন এ সুর অসহায় বাঙালি যদি মন ভরে তোমার সস্তা শব্দ-কথায় আমি ঠিকই জানি ♪ যদি বর্ণনা করতেই চাও একবার নিজেকে জিজ্ঞেস করে নিও বিশাল খোলা সাগরের পাড়ে এসে সাহসের সবটুকু বারুদের মতো ফুরিয়ে গেল কীভাবে? ভয় কি তাহলে সুন্দরের মাঝে? নাকি সুন্দরকে বানিয়েছো ভয়ের প্রতীক? সবটুকু সত্য যদি নীল চাঁদকে সাথে রেখে বলো ভয় কি তাহলে সুন্দরের মাঝে? সুন্দরকেই বানিয়েছো ভয়ের প্রতীক মিথ্যেটা সুন্দর বলে সত্যটা অন্ধকার অন্ধকার দেয়ালে ছায়া সৃষ্টির কাছে এসে সত্যের ভাগই নিতে পারবে